পঞ্চায়েত ভোটে হল অঙ্গহানি,মেঝেয় কেটে পড়ল রক্তাক্ত আঙুল

পঞ্চায়েত ভোটে হল অঙ্গহানি,মেঝেয় কেটে পড়ল রক্তাক্ত আঙুল
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ভোট দিতে এসে বাদ পড়ল আঙুল। পঞ্চায়েত নির্বাচনে প্রাণহানির পাশাপাশি ঘটল অঙ্গহানির ঘটনা। হারাল আঙ্গুল। বুথের মেঝেতে কেটে পড়ে রইল আঙুল।
আমডাঙার প্রভাকর কাটি ১৬৩ নম্বর বুথে ঘটল এমনই কাণ্ড। বুথের মেঝেতেই পড়ে রইল রক্তাক্ত আঙুল।
সকালে ভোট গ্রহণ শুরুর হওয়ার পর থেকেই বিভিন্নভাবে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গা(Aamdanga)। পড়ে বোমা। প্রায় ৭০ থেকে ৭৫ টি বোমা পড়েছে বলে জানান ভোট কর্মীরা। তবে শুধু তাই নয়, শাসক বিরোধী দুই দলের তরফেই বোমাবাজি এবং বুথে হামলা চালানো হয় বলেও অভিযোগ জানান ভোট কর্মীরা। অনেকেই কোনও রকমে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন ভোট কর্মীরা। এই পরিস্থিতিতে ভোট করানো সম্ভব নয়, তাদের পক্ষে বলেও জানানো হয়। কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে বোম পড়তে থাকে। আতঙ্কে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন তারাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ(police) বাহিনী।
পুলিশ এসে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আনলেও তবে ভোটের কাজ পরিচালনা করা ভোট কর্মীরা জানিয়ে দেন কোনরকম ভাবেই ভোট করানো সম্ভব হবে না তাদের পক্ষে। অন্যদিকে, ভোট কেন্দ্রে দেখা যায় মেঝেতে পড়ে রয়েছে কাটা আঙ্গুল। পুলিশ আসার আগেই দেখা যায় বুথের মেঝেয় পড়ে নজরে আসে ওই রক্তাক্ত আঙুল। ওই আঙুল কোনও ভোটকর্মী নাকি কোনও ভোটার নাকি কোনও দলের দুষ্কৃতীর তা জানা সম্ভব হয়নি।


