ইং‌ল্যান্ডের কাছে লজ্জার বিদায় পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড

ইং‌ল্যান্ডের কাছে লজ্জার বিদায় পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড
12 Nov 2023, 09:00 AM

ইং‌ল্যান্ডের কাছে লজ্জার বিদায় পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ইডেনে অসম্ভবকে সম্ভব করার লক্ষ্য নিয়ে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু জিতলেই হত না একইসঙ্গে কঠিন অঙ্কও মেলাতে হবে বাবর আজমদের। কিন্তু ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে সব আশা শেষ হল পাকিস্তানের।

 

ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। জনি বেয়ারস্টো ৫৯, জো রুট ৬০ ও বেন স্টোকস ৮৪ রান করেন। শেষ দিকে দলকে টানেন হ্যারি ব্রুক ও ডেভিড উইলি। ব্যাটিং ইনিংসের শেষদিকে পর পর ইংল্যান্ডের কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় রান তোলার গতি কিছুটা কমে যায় তাদের। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ব্রিটিশরা।

অভিশপ্ত ইডেনে ব্যাট হাতে জ্বলে উঠলেন বেন স্টোকস। । ৭৬ বলে ৮৪ রান করে তিনিই ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার। সঙ্গত করলেন জনি বেয়ারস্টো ও জো রুট। বেয়ারস্টো ৬১ বলে ৫৯ রান করলেন। রুট ৭২ বলে ৬০ রান করে ফিরলেন। ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে বিশ্বকাপে এক হাজার রান সম্পূর্ণ হল রুটের। দুই ওপেনার আবদুল্লা শফিক শূন্য ও ফখর জমান ১ রানে আউট হলে। বাবর করলেন ৩৮ রান। পাক অধিনায়ক আউট হতেই ইডেনের গ্যালারি ফাঁকা হতে শুরু করে। ৩৬ রানের মাথায় মহম্মদ রিজওয়ান আউট হওয়ার পরে আরও সমর্থক মাঠ ছাড়েন।পাকিস্তানের ব্যাটারদের মধ্যে একমাত্র আঘা সলমন ৫১ রান করেন। ২৪৪ রানেই থেমে যায় পাক দলের ইনিংস।

 

ইংল্যান্ডের প্রথম একাদশ- জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।

পাকিস্তানের প্রথম একাদশ- আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহীন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

Mailing List