রউফদের ব্যর্থতার জেরে পদত্যাগ করলেন পাক বোলিং কোচ

রউফদের ব্যর্থতার জেরে পদত্যাগ করলেন পাক বোলিং কোচ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে পা রাখতে না রাখতেই দলের বোলিং কোচ মর্নি মর্কেল ইস্তফা দিয়েছেন। গত জুন মাসে তাঁকে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নির্বাচন করা হয়েছিল।এবার বিশ্বকাপে পাকিস্তানের বোলিংয়ে সবচেয়ে বেশী হতাশ করেন পাক পেসার হ্যারিস রউফ। বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশী রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়েন রউফ। শাহিন শাহ আফ্রিদি বিচ্ছিন্নভাবে বেশ কিছু ম্য়াচ উইকেট পেলেও সামগ্রিকভাবে তেমন কিছুই করতে পারেননি। শাদাব খান থাকলেও পাকিস্তানের স্পিন বোলিংও ভারতের পিচে পাকিস্তানকে এবারের বিশ্বকাপে পাকিস্তানকে ডুবিয়েছে।
দক্ষিণ আফ্রিকান এই বোলিং কোচ পাকিস্তান দলে যোগ দিয়েছিলেন চলতি বছরে জুন মাসে। তার চুক্তির মেয়াদ আরও কয়েকদিন থাকলেও তিনি এখনই বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সফরে মর্কেলকে পাচ্ছে না শাহিন শাহ আফ্রিদিরা।
এর আগে বিশ্বকাপে বাবরদের এমন ব্যর্থতায় প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন দেশটির জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম।পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে আজ, সোমবার মর্নি মর্কেলের বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করার কথা জানানো হয়েছে। পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, মর্কি মর্কেল পাকিস্তানের পুরুষ দলেক বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন। চলতি বছরের জুনে, প্রাক্তন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার মর্নি মর্কেলের সঙ্গে পাকিস্তান টিমের ছয় মাসের চুক্তি হয়েছিল। পাক টিমে তিনি প্রথম দায়িত্ব নেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের সময়। শীঘ্রই পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁর বদলি ঘোষণা করা হবে।


