অতিমারি পরিস্থিতি কাটিয়ে নতুন বছরে ব্যাপক ভিড় দুর্গাপুর ব্যারেজে!

অতিমারি পরিস্থিতি কাটিয়ে নতুন বছরে ব্যাপক ভিড় দুর্গাপুর ব্যারেজে!
04 Jan 2023, 10:03 PM

অতিমারি পরিস্থিতি কাটিয়ে নতুন বছরে ব্যাপক ভিড় দুর্গাপুর ব্যারেজে! 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দুর্গাপুর ব্যারেজে সৌন্দর্যায়নের কাজ চলছে। ফলে সেখানে বেশ কিছুটা আনাগোনা কমেছিল মানুষের। তবে নতুন বছর শুরু হতেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ দুর্গাপুর ব্যারেজের মনোরম পরিবেশ আর নৌকা বিহারের সঙ্গে পিকনিকের মজা। আর তার জন্যই ব্যাপক সংখ্যক জনসমাগম হচ্ছে দুর্গাপুর ব্যারেজে, চলছে জমিয়ে খাওয়া দাওয়া আর দেদার হই হুল্লোড়। অনেক পরিবারকেই দেখা যাচ্ছে পোষ্যকে নিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠতে। 

প্রসঙ্গত, দুর্গাপুর ব্যারেজকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছে রাজ্য সরকার। দুর্গাপুর ব্যারেজের দুই পাড়ে সুসজ্জিত পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ব্যারেজ মেরামতির কাজও চলছে জোরকদমে। ফলে বিগত দু'বছর ধরে দুর্গাপুর ব্যারেজে মানুষের আনাগোনা একটু কমেছে। তবে গ্রীষ্মকালের বিকেলে ব্যারেজের বালির চরে মনোরম আবহাওয়া উপভোগ করতে হাজির হন বহু মানুষ।

অতিমারি পরিস্থিতির জন্য দু'বছর সেভাবে পিকনিকের আয়োজন করা হয়নি। তবে চলতি বছর যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, সেজন্য দুর্গাপুর ব্যারেজে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। বহু মানুষ পিকনিক করতে দুর্গাপুর ব্যারেজে ভিড় জমিয়েছেন। 

Mailing List