যশোহর রোড সম্প্রসারণে কাটা হবে তিনশোরও বেশি শতাব্দী প্রাচীন গাছ, অনুমতি সুপ্রিম কোর্টের

যশোহর রোড সম্প্রসারণে কাটা হবে তিনশোরও বেশি শতাব্দী প্রাচীন গাছ, অনুমতি সুপ্রিম কোর্টের
16 Feb 2023, 07:30 PM

যশোহর রোড সম্প্রসারণে কাটা হবে তিনশোরও বেশি শতাব্দী প্রাচীন গাছ, অনুমতি সুপ্রিম কোর্টের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অবশেষে যশোহর রোড সম্প্রসারণের পথে সবচেয়ে বড় বাধা কাটল। যশোহর রোডের বারাসত থেকে বনগাঁ পর্যন্ত অংশে ৩০৫টি শতাব্দী প্রাচীন গাছ কেটে ফেলার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে এই  গাছগুলি কাটায় স্থগিতাদেশ জারি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুধবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদালত জানিয়েছে, ৩০৫টি গাছ কাটার আগে রাস্তার ওই অংশে ১৫০০টি গাছ লাগাতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।

গাছ কাটা নিয়ে আইনি গেরোয় দশকের পর দশক ধরে আটকে ছিল যশোহর রোড সম্প্রসারণের কাজ। উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষ কলকাতা তথা দেশের বাকি অংশের সঙ্গে সংযোগ রক্ষায় এই সড়কের ওপরই নির্ভরশীল। এই সড়ক দিয়েই চলে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য। বারাসত থেকে পেট্রাপোল পর্যন্ত যশোহর রোড সম্প্রসারণের জন্য ৪০৩৬টি গাছ কাটার পরিকল্পনা করেছিল রাজ্য পূর্ত দফতর। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের কোর্টের দ্বারস্থ হয় এপিডিআর। কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ গাছ কাটায় স্থগিতাদেশ জারি করে। পরে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ উড়ালপুল বানানোর জন্য ৩৫৬টি গাছ কাটার নির্দেশ দেন।

তবে শর্ত হিসাবে আদালত জানায়, একটি গাছ কাটার আগে ৫টি গাছ লাগাতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এপিডিআর। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সম্প্রতি দেশের ১১৮টি প্রকল্পে আদালতের স্থগিতাদেশের জেরে খরচ বেড়ে যাচ্ছে বলে জানায় কেন্দ্রীয় সরকার। তার একটি যশোহর রোড সম্প্রসারণ। কেন্দ্রের আবেদনের পর এই প্রকল্পগুলির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট। তবে আদালত জানিয়েছে, গাছ কাটার বদলে ওই এলাকায় একই প্রজাতির নতুন গাছ লাগানো হচ্ছে কি না সেদিকেও নজর রাখা হবে।

Mailing List