অস্কারের আলো বদলে দেয়নি জীবন, নতুন হস্তিসন্তানের যত্নে ব্যস্ত দম্পতি বোম্মান ও বেল্লি

অস্কারের আলো বদলে দেয়নি জীবন, নতুন হস্তিসন্তানের যত্নে ব্যস্ত দম্পতি বোম্মান ও বেল্লি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: অস্কারের মঞ্চে ভারতীয় তথ্যচিত্রের জয় জয়কার। অস্কার বিজয়ের পর থেকেই শিরোনামে চর্চিত বোম্মান এবং বেল্লি। দক্ষিণী এই দুই প্রকৃতি রক্ষক জয় করেছেন অসংখ্য মানুষের মন। স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এ বছর সম্মানিত হয়েছে অস্কার পুরষ্কারে। সেখানে তুলে ধরা হয়েছে এই দম্পতির কথা। তাঁরা রঘু নামের এক অনাথ হস্তিশাবককে লালন পালন করে বড় করেছেন। হাতি ও তার পালক মানুষ বাবা মায়ের সম্পর্ক ঘিরেই আবর্তিত হয়েছে তথ্যচিত্রের গল্প। এবার তাঁরা দত্তক নিয়ে পালন করতে চলেছেন আর এক অনাথ হস্তিশাবককে। নীলগিরি জেলার সরকার পরিচালিত থেপ্পাকাড়ু হাতি শিবিরেই নতুন অতিথির দেখভালে ব্যস্ত বোম্মান ও বেল্লি।
এক ভিডিওতে দেখা যাচ্ছে পালক বাবা মায়ের সঙ্গে কীভাবে সখ্য তৈরি হচ্ছে হাতির ছানার। ক্যাপশনে লেখা হয়েছে, 'জীবনবৃত্ত বহমান। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর বোম্মান এবং বেল্লি এখন আর এক অনাথ হস্তিশাবকের পালক। তারা আপাতত রয়েছে মধুমালাই অভয়ারণ্যে। তামিলনাড়ুর বন দফতর থেকে বহু চেষ্টা করা হয়েছে ৪ মাস বয়সি হাতির শাবকটিকে তার দলে ফিরিয়ে দিতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন সে নিরাপদে থাকায় সকলেই খুশি।


