কুড়মি সমাজের ডাকে ঘাঘর ঘেরা কর্মসূচিকে সফল করে তুলতে ঝাড়গ্রামের শালুকগেড়িয়া তে আলোচনা সভার আয়োজন  

কুড়মি সমাজের ডাকে ঘাঘর ঘেরা কর্মসূচিকে সফল করে তুলতে ঝাড়গ্রামের শালুকগেড়িয়া তে আলোচনা সভার আয়োজন   
24 Mar 2023, 09:15 PM

কুড়মি সমাজের ডাকে ঘাঘর ঘেরা কর্মসূচিকে সফল করে তুলতে ঝাড়গ্রামের শালুকগেড়িয়া তে আলোচনা সভার আয়োজন

 

অদ্রিজা বেরা, ঝাড়গ্রাম

 

 কুড়মি সম্প্রদায় কে এসটি হিসাবে অন্তর্ভুক্ত সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে আগামী  এপ্রিল মাসের এক তারিখ থেকে জঙ্গলমহল জুড়ে কুড়মি সমাজের পক্ষ থেকে ঘাঘর ঘেরা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যার ফলে গোটা জঙ্গলমহল স্তব্ধ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তাই ঘাঘর ঘেরা কর্মসূচিকে সফল করে তোলার জন্য শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের শালুকগেড়িয়া এলাকায় আদিবাসী জনজাতি কুড়মি সমাজের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।

ওই আলোচনা সভায় শালুকগেড়িয়া গ্রামের গ্রামবাসীরা উপস্থিত হয়েছিলেন। আগামী এপ্রিল মাসের এক তারিখ থেকে ঘাঘরঘেরা কর্মসূচি কে সফল করে তোলার জন্য সমস্ত গ্রামবাসীদের উপস্থিত হওয়ার জন্য তিনি আহবান জানান । কেন  কুড়মি সমাজের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তা নিয়েও তিনি বিস্তারিত ভাবে গ্রামবাসীদের কাছে তুলে ধরেন।  কুড়মি সম্প্রদায়কে এস টি তালিকাভুক্ত সহ কুড়মি সম্প্রদায়ের  যে দাবিগুলি নিয়ে ঘাঘর ঘেরা কর্মসুচির ডাক দেওয়া হয়েছে তাও তিনি গ্রামবাসীদের কাছে তুলে ধরেন। এভাবেই গ্রামে গ্রামে গিয়ে কুড়মি সম্প্রদায়ের মানুষজনকে ঐক্যবদ্ধ করে তোলার জন্য এবং ঘাঘর ঘেরা কর্মসূচিকে সফল করে তোলার জন্য আদিবাসী জনজাতি কুড়মি  সমাজের পক্ষ থেকে ঝাড়গ্রাম ব্লক শুধু নয় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, প্রচার সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো জানান।

Mailing List