রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক নন, আধুনিক কৃষিরও রূপকার ছিলেন, আজ পঁচিশে বৈশাখে স্মরণ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সামাজিক জীবনে কেবল একজন প্রজাবান্ধব জমিদার ও সমাজ সংস্কারক হিসেবে যে সুপরিচিত ছিলেন তা কিন্তু নয়, বরং আধুনিক কৃষির একজন রূপকার হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়।