Medicine একটা, দুটোর দিন শেষ, এবার কিনতে হবে ওষুধের পুরো পাতা, আসছে নয়া বিধি

Medicine একটা, দুটোর দিন শেষ, এবার কিনতে হবে ওষুধের পুরো পাতা, আসছে নয়া বিধি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: জ্বর হয়েছে, কুছ পরোয়া নেই। হাতের কাছেই আছে দোকান। ২টো প্যারাসিটামল (paracitamal tablet) কিনে খেয়ে নিলাম। জ্বর গায়েব। এসব দিন এবার বোধহয় শেষ হতে চলেছে। আসছে নয়া বিধি। ফলে এবার থেকে আর একটি দু'টি নয়, সম্ভবত ওষুধের পুরো পাতাই কিনতে হবে ক্রেতাকে। এমনই খবর পাওয়া যাচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এবার থেকে একজন ক্রেতাকে মেডিসিনের পুরো পাতাই কিনতে হতে পারে। এতে শুধু প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ কেনাই নয়, ক্রেতার ওপর বাড়তি খরচের বোঝাও চাপবে।
একটি সূত্র মারফত জানা গিয়েছে একটি, দুটি ট্যাবলেট নিতে হলে ক্রেতাকে পুরো ট্যাবলেটের পাতাটাই কিনতে হতে পারে। কনজিউমার অ্যাফেয়ার্সের এক সূত্রে এই দাবি করা হয়েছে। এদিকে, কিছুদিন আগেই কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক ইঙ্গিতে দিয়েছে, ওষুধের প্যাকেজিংয়ে তারা এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে। অনেক সময়ই ওষুধের পাতা কাটতে গিয়ে 'এক্সপায়ারি ডেট' এর অংশ স্ট্রিপে বাদ পড়ে যায়। সেক্ষেত্রে যাতে প্রতি স্ট্রিপের সঙ্গে এই তারিখ লেখা থাকে, সেই উদ্দেশেই ওষুধের প্যাকেজিংয়ে বদলের কথা ভাবা হচ্ছে। এদিকে, সদ্য বিভিন্ন ওষুধ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই-র অফিসারদের সঙ্গে বৈঠকে করে কেন্দ্রীয় সরকার। সেখানেই ওষুধের নয়া প্যাকেজিংয়ের কথা তুলে ধরে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্যাকেজিং করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে এই নিয়ম লাগু হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বেন আম জনতা।


