রাতের অন্ধকারে একেরপর এক গুলি, খোঁজ মিলছে না গুলিবিদ্ধ যুবকের, খড়দহে চাঞ্চল্য

রাতের অন্ধকারে একেরপর এক গুলি, খোঁজ মিলছে না গুলিবিদ্ধ যুবকের, খড়দহে চাঞ্চল্য
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পঞ্চায়েত ভোট এখনো ঘোষণা হয়নি। তার আগেই একের পর এক গুলি, বোমার ঘটনা ঘটছে রাজ্যজুড়ে। বিরোধীরা আইন-শৃঙ্খলার প্রশ্ন তুলতে শুরু করেছে। এবার গুলি চললো উত্তর ২৪ পরগনার খড়দহে। দুই পক্ষের মধ্যে মুহুর্মুহু গুলিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। গুলি চলার সময় টার্গেট ফসকে গিয়ে এক যুবক জখম হয়েছে। আর গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ওই জখম যুবকের হদিশ মিলছে না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে রহড়া থানা এলাকার খড়দহ পুরসভার ১ নম্বর ওয়ার্ড জি সি রোড এলাকায় দুই দুষ্কৃতি দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সময়ে দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা শেখ ববিকে গুলি করার জন্য টার্গেট করে। গুলি চালানো হলেও সেই গুলি টার্গেট ফসকে গিয়ে শেখ ইউসুফের পায়ে লাগে। আর তারপর থেকেই ওই জখম যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই ঘটনাকে ঘিরে জিসি রোড এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রহড়া থানা এবং টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখছে, কি কারনে এই দুষ্কৃতি তাণ্ডব ঘটেছে গভীর রাতে? পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে। দোষীদের খুঁজে বার করার জন্য এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুলিবিদ্ধ যে যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে করা হচ্ছে, পুলিশের ভয়েই ওই যুবক গা ঢাকা দিয়েছে। তবে পুলিশের তরফে তল্লাশি শুরু হয়েছে।


