অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে  হামলায় আরও একজনকে গ্রেফতার, ধৃত বেড়ে হল দশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে  হামলায় আরও একজনকে গ্রেফতার, ধৃত বেড়ে হল দশ
31 May 2023, 08:00 PM

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে  হামলায় আরও একজনকে গ্রেফতার, ধৃত বেড়ে হল দশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: কুড়মি (Kudmi) আন্দোলনকারী বিজেপি (BJP) কর্মী ধনঞ্জয় মাহাতো ওরফে জয় মাহাতো গ্রেপ্তার হওয়ার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলায় বিজেপি যোগও প্রমাণ এবার প্রকাশ্যে। মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী এলাকা থেকে হামলায় অভিযুক্ত এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম (Jhargram) জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বুধবার ওই বিজেপি কর্মীকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। এদিন তাকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম জেলা আদালত। বুধবার পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জন।

 পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয় মাহাতো। এলাকায় তিনি বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় দলীয় পতাকা হাতে তাঁর একাধিক ছবি রয়েছে। এমনকী, রাজ্যস্তরের নেতাদের নিয়ে পোস্টও করতেন জয়। ২০২২ সালের পৌরসভা নির্বাচনে ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে জয় মাহাতো বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে ছিলেন। তবে তিনি ভোটে হেরে যায়। তিনি কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত বলেও খবর। হামলার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। তবে শেষ রক্ষা হল না।

উল্লেখ্য, হামলার পরই এর নেপথ্যে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই অভিযোগেই কার্যত সিলমোহর পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তা অস্বীকার করে তাদের দলের কেউ নয় বলে দাবি করেছে ঝাড়গ্রাম জেলা বিজেপির সহ সভাপতি দেবাশিস কুন্ডু। যদিও এ বিষয়ে কুড়মি নেতা অশোক মাহাতোর দাবি, এই আন্দোলনের সাথে অনেকেই জড়িত। কেউ বিজেপি করে। কেউ তৃণমূল করতেই পারে। যে ঘটনা ঘটেছে দোষীদের শাস্তি হোক। সত্য ঘটনা তদন্ত করে সামনে আনা হোক। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী রেখা সরেন বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে এসেছেন এর পিছনে বিজেপির হাত আছে। মঙ্গলবার রাতে যিনি গ্রেপ্তার হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিজেপির মিটিং সভাতে তাকে দেখা গিয়েছে। বুধবার চিত্রটা পরিষ্কার হয়ে গেল জঙ্গলমহল কে অশান্ত করার মূলে বিজেপি। এবং বিজেপি ইচ্ছাকৃতভাবে নিজেদের কর্মীদের ঢুকিয়ে অশান্ত তৈরীর চেষ্টা করছে। পুলিশ আবার তদন্ত করছে তদন্ত সাপেক্ষে তার সত্যতা উদঘাটন হবে পরিষ্কার হয়ে যাবে এর পিছনে বিজেপির বড়ো হাত আছে।

হামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে সিআইডি (CID)। জেলে গিয়ে ধৃত কুড়মি নেতাদের জেরার অনুমতি পেয়েছে তাঁরা। জেরার প্রক্রিয়া দ্রুতই শুরু করবে সিআইডি বলে বিশেষ সূত্র মারফৎ জানা যায়।

Mailing List