পশ্চিম মেদিনীপুরে জমা পড়লো এক লক্ষ পরিযায়ী শ্রমিকের আবেদন

পশ্চিম মেদিনীপুরে জমা পড়লো এক লক্ষ পরিযায়ী শ্রমিকের আবেদন
18 Sep 2023, 05:45 PM

পশ্চিম মেদিনীপুরে জমা পড়লো এক লক্ষ পরিযায়ী শ্রমিকের আবেদন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এক লক্ষ পরিযায়ী শ্রমিকের আবেদন জমা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলায়! এবার সেই সমস্ত আবেদন দেখে পদক্ষেপ করার কাজও শুরু হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে জনা গিয়েছে, এবার দূয়ারে সরকার কর্মসূচীতে পরিযায়ী শ্রমিকদের আবেদনে জোর দেওয়া হয়। কারণ, রাজ্য সরকার এবার এই বিষয়টিতেও জোর দিয়েছিল। লক্ষ্য, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কাজ দেওয়া। সমস্যার সমাধান করা। তাই এবার পশ্চিম মেদিনীপুর জেলায় পরিযায়ী শ্রমিকদের আবেদন এক লক্ষ জমা পড়েছে বলে জানান জেলাশাসক খুরশিদ আলি কাদরি। জেলাশাসক জানান, যে লক্ষ্য ছিল তা পূরণ হয়েছে। যদি এর পরেও কোনও পরিযায়ী শ্রমিক আবেদন করতে আসেন তার ব্যবস্থাও থাকছে। জমা পড়া আবেদন গুলি যাচাই করে দেখবে শ্রম দপ্তর। তার পরেই চূড়ান্ত হবে জেলার পরিযায়ী শ্রমিকদের সংখ্যা।

এছাড়াও  লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী সহ আরও ৩৫টি দপ্তরের দুয়ারে সরকার কর্মসূচিতে জেলায় মোট ৪ লক্ষ আবেদন জমা পড়েছে বলে প্রশাসন জানিয়েছে। তার মধ্যে ২.৭০ লক্ষ আবেদনপত্র খতিয়েও দেখে পদক্ষেপও করা হয়েছে। বাকি গুলির কাজ চলছে বলে প্রশাসন জানিয়েছে।

Mailing List