গরমে মৃত এক, আগামী বুধবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, জানাল হাওয়া অফিস  

গরমে মৃত এক, আগামী বুধবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, জানাল হাওয়া অফিস   
02 Jun 2023, 03:15 PM

গরমে মৃত এক, আগামী বুধবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, জানাল হাওয়া অফিস

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যজুড়ে তাপপ্রবাহ। তীব্র গরমে শুক্রবার উত্তর দিনাজপুরের ইটাহারে মৃত্যু হল এক ব্যক্তির। একাধিক জায়গা থেকে অসুস্থতার খবরও আসছে। এই অবস্থায় আশঙ্কা বাড়িয়ে হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী বুধবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ (Heat wave) ও অস্বস্তিকর গরম। পশ্চিমের জেলাগুলিতে লু বইতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। শহর কলকাতাতেও পাল্লা দিয়ে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর (alipur abhawa daftar) জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রাও বৃদ্ধি পাবে। শুক্র এবং শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনি ও রবিবার সকাল থেকে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বিকেলের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল ও বুধবার গরম আরও বাড়বে। এই অবস্থায় আবহাওয়া দফতরের পরামর্শ, বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোবেন না।

Mailing List