একের পর এক সুযোগ নষ্ট, গোল পেলেন না রোনাল্ডো

একের পর এক সুযোগ নষ্ট, গোল পেলেন না রোনাল্ডো
23 Jan 2023, 03:30 PM

একের পর এক সুযোগ নষ্ট, গোল পেলেন না রোনাল্ডো

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: অভিষেক ম্যাচে প্রত্যাশা পূরনে ব্যর্থ রোনাল্ডো। প্রতিযোগিতামূলক ম্যাচে আল নাসেরের জার্সিতে প্রথম ম্যাচে গোল অধরাই থাকল প্রথমার্ধে রোনালদোর সামনে সেরা সুযোগ আসে পরের মিনিটেই। ডি বক্সের একটু বাইরে থেকে নেওয়া ফ্রি কিক শট চলে যায় বারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধে ৭৪ তম মিনিটে বাইসাইকেল কিক গোলেরও চেষ্টা করেন রোনালদো। বল তাঁর পায়ে লাগেনি।

এর আগে বাইলাইনের কাছ থেকে দারুণ এক পাস বাড়ান পিতি মার্তিনেজকে, তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট কয়েক ইঞ্চির জন্য লক্ষ্যভেদ করতে পারেনি। এমনকি ফ্রি কিক থেকেও গোল পেলেন না। ভিন্ন পরিবেশে কিছুটা মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে রোনাল্ডোর।

সিআরসেভেনের। আল ইত্তিফাকের বিরুদ্ধে অবশ্য ১-০ গোলে জয় পেল আল নাসের।দিও আল নাসের কিন্তু বিপক্ষকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের মগডালে রোনাল্ডোর দল। সঙ্গে রয়েছে ১০টি জয়, ৩টি ড্র ও ১টি হার।

তবে গোল না করতে পারলেও রোনাল্ডো কিন্তু নিজের পারফরম্যান্সে বেশ খুশি। সেটা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে। তিনি লিখেছেন, 'প্রথম ম্যাচেই জয় পেলাম। সতীর্থদের অভিনন্দন। তোমরা দারুণ ফুটবল খেলেছো। আমাদের দলকে সাপোর্ট করার জন্য সমর্থকদের অনেক ধন্যবাদ।'

আগামি ২৬ জানুয়ারি সৌদি সুপার কাপের সেমি ফাইনালে আল ইতিহাদের বিরুদ্ধে মাঠে নামবে আল নাসের। সেই ম্যাচে রোনাল্ডো কেমন পারফর্ম করেন, সেটাই দেখার।

Mailing List