মোষের লড়াইয়ের জেরে পুরুলিয়ায় মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক

মোষের লড়াইয়ের জেরে পুরুলিয়ায় মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক
17 Oct 2022, 06:27 PM

মোষের লড়াইয়ের জেরে পুরুলিয়ায় মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক

 

আশিস বন্দোপাধ্যায়, পুরুলিয়া

 

রবিবার পুরুলিয়ার পাড়া থানার নডিহা গ্রামের অদূরে হাতিমারা ময়দানে নিষিদ্ধ মোষ লড়াইয়ের আয়োজন হয়েছিল। সেই লড়াই দেখতে ভিড় জমান বহু মানুষ। লড়াই চলাকালীন এক মোষ ক্ষিপ্ত হয়ে এদিক সেদিক যেতে থাকে। তখন সকলে দৌড়ে পালাতে থাকেন। একদিকে মোষের গুঁতো অন্যদিকে দৌড়োদৌড়ি করা মানুষের পায়ের চাপ – দুই মাঝে পড়ে জখম হন এক ব্যক্তি। পরে তাঁর মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম রথু বাউরি। বাড়ি নডিহা গ্রামে। রবিবার সেই ঘটনা পর স্থানীয় পাড়া থানার পুলিশ তদন্তে নেমে মোষ লড়াইয়ের আয়োজক দের এক সদস্য কে গ্রেফতার করে। সোমবার গ্রেফতার হওয়া সাফাউল আনসারীকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Mailing List