একের পর এক গুলি, এবার তৃণমূল নেতাকে নিশানা করে গুলি চললো ভাটপাড়ায়

একের পর এক গুলি, এবার তৃণমূল নেতাকে নিশানা করে গুলি চললো ভাটপাড়ায়
19 Feb 2023, 02:41 PM

একের পর এক গুলি, এবার তৃণমূল নেতাকে নিশানা করে গুলি চললো ভাটপাড়ায়

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জমি বিবাদে গুলি চলে গোয়ালপোখরে। মৃত্যু হয় এক টোটো চালকের। চারজন জখম হন। আসানসোলে হোটেলের লবিতে বসে থাকা মালিককে গুলি করে দুই দুষ্কৃতি। মৃত্যু হয় হোটেল মালিকের।

 আর এবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। রবিবার সকালবেলাতেই ৬ রাউন্ড গুলি চললো। ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি এবং একটি বোমা ছোড়া হয়। একটি গুলি অশোক সাউয়ের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়। রাস্তায় পড়ে যান তিনি। দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার পালঘাট রোড এলাকায়।

 অশোক সাউ জানান, তার উপরে যে হামলা হতে পারে সেই খবর তার কাছে ছিল। এলাকায় সাম্প্রতিককালে দুষ্কৃতীদের দৌরাত্ম খুব বেড়েছে। তাকে অনেকেই মারার চেষ্টা  করছে বলে দাবি করেছেন তিনি।  নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পুলিশকে জানান তিনি।

 ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি অশোক সাউ কে আহত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকা থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Mailing List