টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে একের পর এক হার, সেমি ফাইনালে যাওয়ায় অনিশ্চিত হতে চলেছে বাংলাদেশের

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে একের পর এক হার, সেমি ফাইনালে যাওয়ায় অনিশ্চিত হতে চলেছে বাংলাদেশের
27 Oct 2021, 08:15 PM

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে একের পর এক হার, সেমি ফাইনালে যাওয়ায় অনিশ্চিত হতে চলেছে বাংলাদেশের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম পর্বেই অনামী স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল বাংলাদেশ। সুপার-১২ রাউন্ড শুরুর পরও দুটি ম্যাচই হেরেছে। শুধু হেরেছে নয়, বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো ধরাশায়ী হয়েছে বাংলাদেশ।

 

এদিন আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মহম্মদউল্লাহ। শুরু থেকেই একের পর এক ধাক্কা খেতে থাকে। কারণ, মাত্র ২৬ রানে ৩টি উইকেট হারাতে হয়। লিটন দাস ৯, নাইম ৫, আর শাকিব মাত্র ৪ রানে আউট হয়। পরবর্তীকালে মুশফিকুর রহিম ২৯ রান, অধিনায়ক মাহমুদউল্লাহ-র ১৯ রান কিছুটা দলকে এগোয়।  শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৪ রানে আটকে যায় বাংলাদেশের ইনিংস।

স্বাভাবিকভাবেই বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। ৩৫ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ফলে ইংল্যান্ডের সেমি ফাইনালে যাওয়ার পথটা কিছুটা হলেও প্রশস্ত হল। অন্যদিকে বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে গেল।

Mailing List