বহরমপুর থেকে কলকাতা যাওয়ার পথে নদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস

বহরমপুর থেকে কলকাতা যাওয়ার পথে নদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস
কুহেলি দেবনাথ, নদিয়া
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলি তে উল্টে গেলো একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় কোনও যাত্রীর প্রাণহানি না ঘটলেও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। চলছে উদ্ধার কাজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে একটি বেসরকারি লাক্সারি বাস যাত্রী নিয়ে বহরমপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ঠিক তখনই শান্তিপুর থানার বেলঘড়িয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। প্রাথমিকভাবে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে একজনের শরীরে গুরুতর আঘাত লাগায় তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
ওই বাসের এক যাত্রী প্রশান্ত বিশ্বাস বলেন, অনুমান চালকের ঘুম পেয়ে গিয়ে থাকতে পারে। চোখ লেগে যাওয়াতেই দুর্ঘটনাটি ঘটেছে। পাশাপাশি তিনি বলেন, যে স্থানে দুর্ঘটনা হয়েছে ওই স্থানে রাস্তা অনেকটা সরু। সে কারণেও এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার কারণে কিছু কিছু জায়গায় বেহাল অবস্থা হয়েছে রাস্তার। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।



