বিয়ে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো গাড়ি, মৃত চার, বর ও নববধূও আহত

বিয়ে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো গাড়ি, মৃত চার, বর ও নববধূও আহত
28 Jan 2023, 01:30 PM

বিয়ে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো গাড়ি, মৃত চার, বর ও নববধূও আহত

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিয়ে সেরে নববধূকে নিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়লো গাড়ি। তাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহত আরও ৬ জন। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার রংডুং সেতুতে। সকলেই রংডুং নদীতে পড়ে যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বানারহাট এলাকা থেকে রাতে বিয়ে করে ফিরছিলেন শিলিগুড়ির বাসিন্দা রাজেশ এক্কা। সঙ্গে ছিলেন নববধূ পুনম ও অন্যান্যরা। সব মিলিয়ে গাড়িতে ছিলেন প্রায় ৯-১০ জন। গাড়িটি মাল ব্লকের এলেনবাড়ি পার করে একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রুংডুং নদীতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মংপং ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলেই তিলক মণ্ডল নামে এক যুবক ও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পরে মৃত্যু হয় গাড়ি সাহিল শেখ(২৩)এরও। বর ও নববধূ-সহ বাকি আহতদের চিকিৎসা চলছে শিলিগুড়ি হাসপাতালে।  

Mailing List