আজাদি কা অমৃত মহোৎসব পালনে স্কুল বাড়িকেই শিক্ষার উপকরণ হিসেবে সাজালো স্কুল ছাত্রছাত্রীরা

আজাদি কা অমৃত মহোৎসব পালনে স্কুল বাড়িকেই শিক্ষার উপকরণ হিসেবে সাজালো স্কুল ছাত্রছাত্রীরা
সুব্রত গুহ, পূর্ব মেদিনীপুর
স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষে এ বার দেশ জুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। তার প্রস্তুতিতে স্কুলবাড়িই শিক্ষার উপকরণ, যার পোশাকি নাম 'বিল্ডিং অ্যা লার্নিং এড 'সংক্ষেপে 'বালা'। স্বাধীনতা দিবস উদযাপনে ১৩ ও ১৪ অগস্ট রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের গোটা ভবনকে ছবি এঁকে বা রংয়ের মাধ্যমে সাজিয়ে তুলতে বলা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে সব জেলার শিক্ষা অফিসারদের (এসএসএম) পাঠানো গাইডলাইনে বলা হয়েছে, ক্লাসরুম, করিডর, সিঁড়ি এবং পাঁচিলের ভিতরের ও বাইরের অংশে সাজানোর কাজ করতে হবে।
পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকের দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনের ছাত্র ছাত্রীরা মাত্র কয়েক ঘণ্টার নোটিশে সানন্দে দেওয়াল অলঙ্করণে অংশ নেয়। দশম শ্রেণির সৃজন, রাজর্ষি, রোহিত, অঞ্জনা, অরিত্রি, প্রেয়সী, দেবস্মিতা, সম্পূর্ণাদের সঙ্গে অষ্টম শ্রেণির রিজিতা, শ্রীজিতা, সপ্তম শ্রেণির অনন্যা বিশ্বাস, ঐশ্চর্য চৌধুরী, ষষ্ঠ শ্রেণির গৌতম একাদশ শ্রেণীর সুবর্ণ, শোভন বিকাশও প্রমুখ ২৭ জন ছিল। সকলকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরশুরাম মন্ডল। তাঁর কথায়," সিলেবাসের বাইরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বরাবরই এগিয়ে।" বিদ্যালয়ের সহ শিক্ষক নন্দগোপাল পাত্র এই বিষয়টি সম্পর্কে বললেন, “স্বাধীনতা অনেক সময় ছাত্রছাত্রীদেরও দায়িত্ববোধ এনে দেয়। আর সেটার প্রমাণ পাওয়া গেল ছাত্র- ছাত্রীদের দেওয়াল অলঙ্করণের সময়। নিজেদের সর্বোচ্চ মনন ও মেধার প্রয়োগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করল।” বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগ দেখেন মুক্তিপদ মাইতি। তিনিও ছাত্র ছাত্রীদের কাজে অভিভূত।


