পরকীয়া সন্দেহে রথের দিনে বধূ ও যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হল চন্দ্রকোনার গ্রামে

পরকীয়া সন্দেহে রথের দিনে বধূ ও যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হল চন্দ্রকোনার গ্রামে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পরকীয়া সন্দেহে বধূ ও যুবককে বেঁধে রাখা হল ল্যাম্পপোস্টে। রাতভর বেঁধে রাখার পাশাপাশি চললো অত্যাচারও। এমনই অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা এলাকায়।
শুধু এটাই নয়, বাতিস্তম্ভে বেঁধে রাখার ছবিও ভাইরাল করা হল। যা দেখার পরই ঘটনাস্থলে যায় পুলিশ। সূত্রের খবর, পুলিশ দু’জনকেই উদ্ধার করে নিয়ে আসে। ব্যবস্থা করা হয় চিকিৎসারও।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে ঘটনাটি ঘটেছে রথের দিনে অর্থাৎ শুক্রবার। এদিন পাশের গ্রামের এক বধূর সঙ্গে স্থানীয় এক যুবক হেঁটে যাচ্ছিল। যুবকের দাবি, তখনই তাদের ধরে এলাকার কিছু মানুষ। কয়েকজন তাদের ল্যাম্পপোস্টে বেধে রাখার কথা বলে। সেই মতো এলাকার কিছু মানুষ ল্যাম্পপোস্টে বেধে রাখে। মারধরও করা হয় বলে অভিযোগ। সঙ্গে চলতে থাকে মানসিক নির্যাতনও। সেই ছবি ও ভিডিও তুলেও ছড়িয়ে দেওয়া হয়। তারপর খবর যায় পুলিশে। শনিবার সকালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।


