টেমসের ধারেই এবার ত্রিকোণ প্রেমের গল্প বলবেন ছোটপর্দার রাসমণি হরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়?

টেমসের ধারেই এবার ত্রিকোণ প্রেমের গল্প বলবেন ছোটপর্দার রাসমণি হরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: টেমসের ধারে একাকী দাঁড়িয়ে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সেতুর দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, লন্ডনের ঠাণ্ডা থেকে বাঁচতে গায়ে চাপানো ওভার কোট, সঙ্গে ব্রাউন রঙের লং শীতের পোশাক। মাথার চুল টপনট করে বাঁধা, নো মেকআপ লুক। পায়ে চামড়ার জুতো, কিছুটা আনমনে দাঁড়িয়ে আছেন দিতিপ্রিয়া। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জ্বলজ্বল করছে এমনই কয়েকটা ছবি।
ছবির সঙ্গে ক্যাপশানে দিতিপ্রিয়া রায় লিখেছেন, 'শীতের শেষে আগুন ঝরবে, তবে গ্রীষ্মের আলোতেও, আপনি শীতের কথা মনে রাখবেন।' দিতিপ্রিয়ার এই পোস্টের নিচে কেউ মজা করে লিখেছেন, 'রক্কে করো রঘুবীর', কেউ লিখেছেন, 'কী লাগছে'। কারোর বিস্মিত প্রশ্ন, 'এতটা আনমনে কেন? নতুন প্রেমে পড়েছেন নাকি?'
নাহ, দিতিপ্রিয়া বাস্তবে প্রেমে পড়েছেন কিনা জানা নেই। তবে যে ছবির শ্যুটিং-এ তিনি লন্ডনে গিয়েছিলেন, সেটি একটি ত্রিকোণ প্রেমের গল্প বলবে। এই ছবিতে শন বন্দ্যোপাধ্যায় ও ঋষভ বসুর বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। কেমন হবে এই ছবির গল্প? জানা যাচ্ছে, এই ছবি অভি ও জিয়ার দাম্পত্যের গল্প বলবে, যে দুই চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু ও দিতিপ্রিয়া রায়।
তবে শুরু থেকেই তাঁদের মধ্যে বোঝাপড়ার বড্ড অভাব। অপরিণত অভির সঙ্গে জোড়াতালি দিয়ে দাম্পত্য টিকিয়ে রেখেছে জিয়া। অথচ তাঁর পছন্দ পরিণতমনস্ক পুরুষমানুষ। আচমকাই জিয়ার জীবনে ঘটবে অঘটন। দুর্ঘটনার জেরে কোমায় চলে যাবে জিয়া। এরপর তাঁর জীবনে এন্ট্রি রণজয়। যে ভূমিকায় রয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। আর এরপর পুরনো স্মৃতি ভুলে জিয়ার মন জুড়ে জায়গা নেবেন শুধুই রণজয়। কিন্তু তারপর কোন পথে এগোবে এই তিন জনের সম্পর্ক? সেকথা অবশ্য 'যদি এমন হতো' ছবিটি মুক্তির পরই জানা যাবে।
তবে ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং সেরে কলকাতা ফিরেও এসেছেন দিতিপ্রিয়া। এই ছবিটি ছাড়াও অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে 'অন্নপূর্ণা'-তে অভিনয় করছেন দিতিপ্রিয়া। প্রসঙ্গত, ছোটপর্দায় নিজের পরিচিতি গড়ার পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে অন্তর্দৃষ্টি ছবিতে অভিনয় করে ফেলেছেন শন বন্দ্যোপাধ্যায়। আবার ঋষভ বসুও এই মুহূর্তে সায়ন্তন ঘোষালের 'সরলাক্ষ হোমস' ছবিতে এবং রবীন নাম্বিয়ার একটি ছবিতেও অভিনয় করছেন। এর আগে 'ভটভটি' ছবিতে দেখা গিয়েছে তাঁকে।


