সরস্বতী পুজোয় মনে পড়ে গেল ছোটবেলা, তড়িঘড়ি কি করলেন মুখ‍্যমন্ত্রী

সরস্বতী পুজোয় মনে পড়ে গেল ছোটবেলা, তড়িঘড়ি কি করলেন মুখ‍্যমন্ত্রী
26 Jan 2023, 03:55 PM

সরস্বতী পুজোয় মনে পড়ে গেল ছোটবেলা, তড়িঘড়ি কি করলেন মুখ‍্যমন্ত্রী

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: একই দিনে সাধারণতন্ত্র দিবস আর সরস্বতী পুজো। প্রশাসনিক প্রধান তিনি। হলে কি হবে? বাগদেবীর আরাধনার দিন মনে পড়ে গেল কলেজ জীবনের কথা। আর তাই সাধারণতন্ত্র দিবসের কলকাতার রেড রোডের কুচকাওয়াজের অনুষ্ঠান সেরে আচমকা ছুটে চলে গেলেন নিজের পুরনো কলেজ যতীন দাস পার্কের যোগমায়া দেবী কলেজে। কিন্তু কলেজে তিনি মুখ‍্যমন্ত্রী হয়ে যাননি। একেবারে প্রাক্তন ছাত্রী। সেই ভাবেই নিজের শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান ছাত্রীদের কাছে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ

কেবারে আচমকাই সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পূজা একই দিনে পড়ায় নানা স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানে একদিকে যেমন জাতীয় পতাকা উত্তোলন করে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়েছে, ঠিক তেমনি মহা ধুমধাম করে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন পড়ুয়ারা। এই নিয়মের পরিবর্তন হয়নি যোগমায়া দেবী কলেজেও। আর তাই রেড রোডের কুচকাওয়াজ অনুষ্ঠান থেকে সোজা যোগমায়া দেবী কলেজে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে কাছে পেয়ে কলেজের ছাত্র-ছাত্রীরা সকলেই আপ্লুত।

এখানেই শেষ নয়, কলেজের ছাত্রীদের সঙ্গে একসাথে মুখ্যমন্ত্রী গান গাইলেন, আকাশ ভরা সূর্য তারা। সর্বস্তরের মানুষের সঙ্গে খুব স্বাভাবিকভাবে মিশতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এটা অন্য কোনো জায়গা নয়, এখানে নিজের কলেজ জীবনের ফেলে আসা স্মৃতি রোমন্থন করলেন মমতা। এদিন মমতার সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার নিজের পরিবারেরই সদস্য কাজরি বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের সঙ্গে পুজো এবং  ভোগের আয়োজন পর্ব ঘুরে দেখলেন তিনি। এই যোগমায়া দেবী কলেজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। এখন আশুতোষ এবং শ্যামাপ্রসাদ কলেজের ক্লাস হয় এই যোগমায়া দেবী কলেজে। তাই মুখ্যমন্ত্রী যখন এই কলেজে এদিন আসেন তখন তিন কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Mailing List