জন্মদিনে শালবনির কর্ণগড় গ্রামে গিয়ে দুঃস্থদের মশারি বিলি করলেন মেদিনীপুর শহরের গৃহবধূ

জন্মদিনে শালবনির কর্ণগড় গ্রামে গিয়ে দুঃস্থদের মশারি বিলি করলেন মেদিনীপুর শহরের গৃহবধূ
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: ৫৪ তম জন্মদিন উপলক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কর্ণগড় গ্রামের ৫৪ জন দুঃস্থ মানুষের হাতে মশারি, শিশুদের হাতে নতুন পোষাক তুলে দিলেন মেদিনীপুর শহরের গৃহবধূ সুনিতা দত্ত।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য দুলাল দাস । ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে মশারি টাঙিয়ে ঘুমানোর বার্তা দিলেন গৃহবধূ সুনীতা দত্ত। মশারি, নতুন পোশাকের পাশাপাশি ওই এলাকার শিশুদের পেট পুরে খাওয়ানো হয়। মেদিনীপুরের গৃহবধূ সুনিতা দত্ত বলেন এভাবেই জন্মদিন পালন করবো বলে আগে থেকেই উদ্যোগ নিয়েছিলাম তাই অসহায় মানুষদের হাতে আমার ৫৪ তম জন্মদিন উপলক্ষে ৫৪টি মশারি তুলে দিয়েছি এবং এলাকার শিশুদের নতুন পোশাক দিয়েছে। এবং তাদের খাওয়া-দাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তিনি আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থেকে অসহায় মানুষদের জন্য কাজ করবেন বলে জানান । তার ওই উদ্যোগে খুশি কর্ণগড় এলাকার বাসিন্দারা।
গ্রাম পঞ্চায়েত সদস্য দুলাল দাস জানান , এটা খুবই ভালো উদ্যোগ। সেই জন্য তিনি মেদিনীপুর সুনিতা দত্ত ও তার পরিবারের সকল সদস্যকে কর্ণগড় গ্রামের গ্রামবাসীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


