পিক আপ ভ্যানকে ধাক্কা মেরে পুরুলিয়ার হুড়াতে উল্টে গেল সরকারী SBSTC বাস

পিক আপ ভ্যানকে ধাক্কা মেরে পুরুলিয়ার হুড়াতে উল্টে গেল সরকারী SBSTC বাস
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
পিকআপ ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার মাঝে উল্টে গেল একটি সরকারী বাস। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর বিধানসভার অন্তর্গত হুড়া ব্লকের কুমোরডি মোড় সংলগ্ন এলাকায়। ঐ সরকারি বাসটির ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে যায়। আর বাসটি রাস্তার উপর উল্টে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারও প্রাণহানি ঘটেনি বলেও এখনও পর্যন্ত জানা গিয়েছে। তবে ঘটনার জেরে ঐ রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে হুড়া থানার পুলিশ পৌঁছায়। বাসটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা পরে। ঘন্টা খানেক পর ঐ রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। এসবিএটির ওই বাসটি পুরুলিয়া থেকে দুর্গাপুর যায়। হুড়া, কমলপুর ছাতনা বাঁকুড়া হয়ে রুট। হুড়াতেই দুর্ঘটনাটি ঘটে।



