এবার জেলাতেও স্বাস্থ্য কমিশন! আপনি টাকা খরচ করেও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত, কলকাতা নয়, সুরাহা মিলবে জেলাতেই

এবার জেলাতেও স্বাস্থ্য কমিশন! আপনি টাকা খরচ করেও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত, কলকাতা নয়, সুরাহা মিলবে জেলাতেই
26 Jan 2023, 11:00 PM

এবার জেলাতেও স্বাস্থ্য কমিশন! আপনি টাকা খরচ করেও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত, কলকাতা নয়, সুরাহা মিলবে জেলাতেই

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এখন থেকে স্বাস্থ্য কমিশনের শুনানি হবে রাজ্যের জেলাগুলিতেও।‌ অভিযোগকারীকে এখন আর কমিশনের কাছে আসতে হবে না। তার বদলে স্বাস্থ্য কমিশনের সদস্যরা‌ই অভিযোগকারীর কাছে পৌঁছে যাবেন। সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়।

গত শনিবার স্বাস্থ্য কমিশনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয় বলে জানান অসীম বাবু। এতদিন অনলাইন, ডাকযোগে বা সল্টলেকে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ জানাতে পারতেন উপভোক্তারা।

কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা মিলিয়ে ৬৩টি বেসরকারি হাসপাতাল থেকে অভিযোগ আসত। এই ৬৩টি বেসরকারি হাসপাতাল ছাড়াও, গোটা রাজ্যে কমিশনের আওতায় আরও সাড়ে পাঁচ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলির ওপরও নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়া খোলা হচ্ছে কল সেন্টার‌ও। কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে স্বাস্থ্যসাথী প্রত্যাখ্যান-সহ বেসরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানো যাবে।

মার্চের ২-৩ তারিখ ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে। তার আগে উত্তরবঙ্গের মালদহ-উত্তর দিনাজপুর থেকে সফর শুরু করছে স্বাস্থ্য কমিশন। ৭ ও ৮ ফেব্রুয়ারি মালদহের চাঁচলে এবং পুরুলিয়ার রঘুনাথপুরে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের বৈঠক হবে

Mailing List