চাকরির খবর: কেন্দ্রীয় বিদ্যালয়ে কয়েক হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

চাকরির খবর: কেন্দ্রীয় বিদ্যালয়ে কয়েক হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
30 Nov 2022, 01:15 PM

চাকরির খবর: কেন্দ্রীয় বিদ্যালয়ে কয়েক হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কেন্দ্রীয় বিদ্যালয়ে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। তার মধ্যে যেমন শিক্ষক রয়েছে তেমনই রয়েছে অশিক্ষক কর্মীও।

পদের নাম- Teaching and Non Teaching

শূন্যপদ- ১৩৪০৪ টি।

বয়স- প্রার্থীর বয়স PGT পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর, TGT/ Librarian পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর, PRT পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

 

কোন ক্ষেত্রে শূন্যপদ কত-

Assistant Commissioner-52- PG + B.Ed + Relevant Exp.

Principal-239-PG+ B.Ed + Relevant Exp.

Vice Principal-203- PG+ B.Ed + Relevant Exp.

Post Graduate Teacher (PGT)- 1409- PG in Related Subject + B.Ed

Trained Graduate Teacher (TGT)-3176- Graduate + B.Ed + CTET

Primary Teacher (PRT)-6414- 12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET

PRT (Music)-303- 12th Pass + D.Ed (Music)

Librarian-355- Degree/ Diploma in Lib. Science

Finance Officer- 6- B.Com/ M.Com/ CA/ MBA

Assistant Engineer (Civil)-2- B.Tech in Civil Engg.

Assistant Section Officer (ASO)- 156- Graduate

Senior Secretariat Assistant (UDC)- 322- Graduate

Junior Secretariat Assistant (LDC)- 702- 12th Pass + Typing

Hindi Translator- 11- PG in Hindi/ English

Stenographer Grade-II- 54- 12th Pass + Steno

আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের তারিখ- আবেদন করা যাবে ৫ ডিসেম্বর থেকে। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

অফিসিয়াল ওয়েবসাইট- https://kvsangathan.nic.in/

এই ওয়েবসাইটেই আবেদন করা যাবে। তবে তা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।

 

সম্প্রতি খবরের কাগজেও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেটিও দেওয়া রইলো এখানে।

Mailing List