এ দেশে হারায় না কিছুই!

এ দেশে হারায় না কিছুই!
09 Sep 2023, 08:45 PM

এ দেশে হারায় না কিছুই!

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ এ এক দারুণ সুন্দর দেশ। সূর্যোদয়ের দেশও বলা হয় একে। প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ উন্নত জীবন, অত্যাধুনিক প্রযুক্তি এবং সরল মনের মানুষদের জন্য বিশ্ববিখ্যাত। শুধু তাই নয়, এই দেশে কোনও জিনিস চুরি যায় না। কোনওভাবে হারালেও তা দ্রুত ফিরে পাওয়া যায়।
দেশটা হলো জাপান। আসলে রহস্যের কিছুই নেই; দেশটির সিস্টেমের কারণে হারানো জিনিস খুব দ্রুত খুঁজে পাওয়া যায়। আর যদি সেই জিনিসের মালিককে তিন মাসের মধ্যে খুঁজে পাওয়া না যায়, তবে তা পৌরসভায় ফেরত দিয়ে দিতে হয়।
শুধু ভারতেই নয়, এক সাবধানবাণী বিশ্বের প্রায় অনেক বড় বড় দেশেও লেখা থাকে। আমেরিকা ইউরোপের (Europe) মতো দেশ গুলোও বাদ যাবে না। পাসপোর্টের মতো অনেক দরকারি জিনিস চুরি গেলে অনেক দেশেই ফেরত মেলে। কিন্তু আমাদের দেশে কিছু চুরি গেলে তা ফেরত পাওয়া একরকম অসম্ভব। তবে জাপানে (Japan) এরকম ভাবার সুযোগ নেই। প্রথমত সেদেশে কোনো জিনিস চুরি যায় না। আর হারালেও তা ফিরে পাওয়ার শতভাগ নিশ্চয়তা আছে।
এই দেশে প্রতি বছর প্রায় ১২.৬ কোটি মানুষ কিছু না কিছু হারান। তবে সেটি নিশ্চিত ভাবে ফিরে পান।

Mailing List