তিহাড়ে নেই, এক বছর আগে জামিন পেয়ে নিখোঁজ গোপাল দলপতি, বিপাকে ইডি

তিহাড়ে নেই, এক বছর আগে জামিন পেয়ে নিখোঁজ গোপাল দলপতি, বিপাকে ইডি
28 Jan 2023, 04:45 PM

তিহাড়ে নেই, এক বছর আগে জামিন পেয়ে নিখোঁজ গোপাল দলপতি, বিপাকে ইডি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিয়োগ দুর্নীতি মামলায় গত ২১ জানুয়ারি শনিবার গ্রেফতার হন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তারপরই জেরায় উঠে আসে গোপাল দলপতি নামে একজনের কথা। কুন্তল ঘোষ জেরায় দাবি করেন, তাপস মণ্ডল ও গোপাল দলপতিরাই পরিকল্পনা করে তাঁকে ফাঁসিয়েছেন। তখন ইডি কর্তারা জানিয়েছিলেন, অভিযুক্ত গোপাল দলপতি অন্য একটি চিটফান্ড মামলায় গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন। এরপরই তাকে জেরা করতে চেয়ে দিল্লিতে যোগাযোগ করে ইডির গোয়েন্দারা।

সূত্রের খবর, শুক্রবার ইডি অফিস থেকে ফোন করে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ে যোগাযোগ করা হয়। তখনই তাঁদের জানিয়ে দেওয়া হয়, প্রায় এক বছর আগে ওই মামলায় জামিন পেয়ে গিয়েছেন গোপাল। তারপর তার আরও কোনও খোঁজ নেই। চিট ফান্ড মামলায় জেরার জন্যও গোপালকে খুঁজছে দিল্লি পুলিশ। এই অবস্থায় এই তথ্য জানতে পেরে বিপাকে পড়ে গিয়েছে ইডি। সূত্রের খবর, ইডি গোপালের এখন বাড়ির খোঁজ শুরু করেছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করার ভাবনাও রয়েছে ইডির। কলকাতার ইডি অফিসের আধিকারিকরা গোপালের নিখোঁজ হওয়ার বিষয়টি দিল্লির ইডি দফতরে জানিয়েছে। গোপালকে চিটফান্ড মামলায় যে আদালত জামিন দিয়েছিল, সেই আদালত চাইলে গোপালের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।

জামিনের বন্ডে গোপালের যে ঠিকানা লেখা ছিল, সেখানেও যদি গোপালের খোঁজ না পাওয়া যায়, তাহলে আদালত যদি মনে করে তাহলে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। আদালতে এমনই জানাতে চলেছে দিল্লি পুলিশ ও ইডি। সবমিলিয়ে ইডি এখন আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে। একটি চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতিকে ২০২০ সালের ১১ জানুয়ারি দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইডি। তাঁর স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছিল। তারপরই তাকে দিল্লি নিয়ে যায় ইডি।

Mailing List