সাধারণ গরু নয়, একবারে 'সুপারকাউ'! কিন্তু কেন এমন নাম জানেন?

সাধারণ গরু নয়, একবারে 'সুপারকাউ'! কিন্তু কেন এমন নাম জানেন?
08 Feb 2023, 03:34 PM

সাধারণ গরু নয়, একবারে 'সুপারকাউ'! কিন্তু কেন এমন নাম জানেন?

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সাধারণ গরুর সঙ্গে কখনই গুলিয়ে ফেলবেন না সুপার কাউয়ের। 'সুপারকাউ', কিন্তু কেন এমন নাম জানেন?

প্রথমে আসে কাউ, তারপর নাকি সুপার কাউ। দুধের উত্‍পাদনের হার দেখে গরুদের এভাবেই ভাগ করা হয়। তবে এই সুপার কাউয়ের খোঁজ পাওয়া খুব সহজ নয়। সারা বিশ্বেই এরা বিরল। চিনে প্রতি ১০ হাজার গরুর মধ্যে এমন পাঁচটি গরু পাওয়া গেলেও যেতে পারে।

সাধারণ গরু একেক দেশের আবহাওয়া অনুযায়ী একেক পরিমাণ দুধ দেয়। যেমন ব্রিটেনে একটি সাধারণ গরু বছরে আট হাজার লিটার দুধ দেয়। তবে এরা সুপার কাউয়ের ধারে কাছে নেই। একটি সুপার কাউ বছরে ১১ হাজার লিটার দুধ দেয়।

সারা জীবনে এদের দেওয়া দুধের পরিমাণ শুনলে বেশ অবাক হতে হয়। প্রায় এক লাখ লিটার দুধ দিতে সক্ষম এই বিশেষ গরু। সম্প্রতি চিনের একদল গবেষক এই বিশেষ গরুর জিন ক্লোন করতে সক্ষম হয়েছেন। ক্লোনিং-এর মাধ্যমে এই গরুর সংখ্যা বৃদ্ধিই আসল লক্ষ্য।

দুধের উত্‍পাদন বাড়াতে এই বিশেষ গরু প্রয়োজন। কীভাবে সম্ভব হল ক্লোনিং? বিজ্ঞানীদের কথায়, বিশেষ পদ্ধতিতে গরুর কানের থেকে পদার্থ সংগ্রহ করে তাকে ক্লোন করা হয়। এরপর তা সারোগেট গরুর গর্ভে প্রতিস্থাপিত করা হয়।

সংবাদ মাধ্যমকে এই নিয়ে অন্যতম প্রধান বিজ্ঞানী জিন ইয়েপিং প্রতিক্রিয়া জানান, সুপার গরুর একটি পাল তৈরি করার ইচ্ছে রয়েছে তাঁর। তবে সেই পাল তৈরি করতে এখনও দুই থেকে তিন বছরে দেরি রয়েছে। এমনটা করা গেলে দুধের উত্‍পাদন অনেকটাই বাড়ানো যাবে। 

Mailing List