নাক কাটা বর! বিয়ে করতে এসে বিভ্রাট যুবকের!

নাক কাটা বর! বিয়ে করতে এসে বিভ্রাট যুবকের!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: জীবনে বিয়ে নিয়ে মানুষের কতই না স্বপ্ন থাকে। অথচ সেই বিয়ে করতে এসে নাক কাটা গেল এক যুবকের। হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে ভারতের রাজস্থানের অজমেঢ় জেলায়। জামাই হিসেবে ওই যুবককে মেনে নেননি তার শ্বশুরবাড়ির সদস্যরা।
আর সেই কারণে তাকে অপহরণ করে তার নাক কেটে নেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। সম্প্রতি এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
সূত্রের খবর ওই যুবককে জোর করে তুলে নিয়ে যান তার শ্যালক এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যরা। এরপর একটি গ্রামে নিয়ে গিয়ে তার নাক কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন যুবক। বেশ কয়েক জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে যে, কয়েক দিন আগেই যুবকের বিয়ে হয়। তবে প্রথম থেকেই বিয়েতে আপত্তি জানিয়ে আসছিল যুবকের স্ত্রীর পরিবার। আর এতেই ঘটল বিপত্তি।


