North Dinajpur: বিষাক্ত ঘাস খেয়ে গবাদি পশুর মৃত্যু! চাঞ্চল্য ইসলামপুরে

North Dinajpur: বিষাক্ত ঘাস খেয়ে গবাদি পশুর মৃত্যু! চাঞ্চল্য ইসলামপুরে
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ একাধিক গবাদি পশুর মৃত্যু হলো বিষাক্ত ঘাস খেয়ে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইসলামপুর থানার ধানতলা এলাকায়। জানা গেছে, জাতীয় সড়কের ডিভাইডারে থাকা বিষাক্ত (Toxic)ঘাস খেয়ে একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে।
এই গবাদি পশু মৃত্যুর ঘটনায় চরম আর্থিক অনটনের মুখে ইসলামপুর (Islampore) থানার মীরবস্তী ধানতলা এলাকার বাসিন্দারা। কোনও রকমের সতর্কতা জারি বা কোনও সংকেত প্রচার না করেই ডিভাইডারে থাকা ঘাসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষাক্ত ওষুধ স্প্রে করেছে বলে অভিযোগ। যার ফলে বিষাক্ত ঘাস খেয়ে গত ২ দিনে সাতটি গরু মারা গিয়েছে বলে খবর।
সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, অনেকদিন ধরেই জাতীয় সড়কের ডিভাইডারে থাকা ঘাস কেটে এনে গরুকে খাওয়ানো হয়। আগে কোনও দিন কোনও সমস্যায় পড়তে হয়নি। কিন্তু গত দু'দিন ধরে ওই ঘাস খেয়ে একাধিক গরুই অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে সাতটি গরু মারা গিয়েছে। যার ফলে বেশ দুশ্চিন্তায় পড়েছেন বাসিন্দারা।


