মদ কান্ডে ঝাঁটা, ফিনাইল, ব্লিচিং পাউডার দিয়ে ঝেটিয়ে বিদায় করার দাওয়াই শুভেন্দু'র
রাজ্যের মুখ্যমন্ত্রী গ্যাস, পেট্রোল, ডিজেলের ভর্তুকি কমান না, অথচ মদের দাম কমান। তাই বিজেপি মহিলা মোর্চার কর্মীদের বলছি ঝাঁটা, ফিনাইল, ব্লিচিং পাউডার দিয়ে ঝাঁটিয়ে পরিস্কার করতে। মদ হটাও বাংলা বাঁচাও।