নিয়োগ দুর্নীতি নিয়ে এবার নীরবতা ভাঙলেন অর্জুন সিং, কী বললেন ব্যারাকপুরের দলবদলু সাংসদ?
অর্জুন বলেন, টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দু’জন চুরি করছে, আর তৃণমূলের ৯৮ শতাংশ নেতা, কর্মীর ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর।