Nobel Prize: পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Nobel Prize: পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
04 Oct 2023, 11:30 AM

Nobel Prize: পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন ৩ বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’ হুইলিয়ার।

পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা গবেষণার জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে, এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তাঁদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে।

সুইডেনের স্টকহোমে(Stalkhome) বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এদিন সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যানকে। কোভিডের (Covid) বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন এই দুই বিজ্ঞানী।

Mailing List