নেই জল, খাবার! কাঁকসায় দু'নম্বর জাতীয় সড়কে অসহায় লরি চালকদের পাশে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা

নেই জল, খাবার! কাঁকসায় দু'নম্বর জাতীয় সড়কে অসহায় লরি চালকদের পাশে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা
24 Nov 2022, 08:57 PM

নেই জল, খাবার! কাঁকসায় দু'নম্বর জাতীয় সড়কে অসহায় লরি চালকদের পাশে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সাঁতরাগাছি ওভার ব্রিজে কাজ চলার জেরে তীব্র যানজট দেখা দিচ্ছে দু'নম্বর জাতীয় সড়কে। বাস, ছোট গাড়ি সহ অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এই যানজটের জেরে সাঁতরাগাছি ওভার ব্রিজে বেশি সমস্যায় পড়েছেন লরি চালকরা। জল, খাবার না পেয়ে দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে অপেক্ষা করতে হচ্ছে তাদের। এমনই ছবি ধরা পড়েছে দু'নম্বর জাতীয় সড়কের পাশে। কাঁকসায় দু'নম্বর জাতীয় সড়কের পাশে দেখা গিয়েছে পণ্যবাহী লরি, ট্রাকের লম্বা লাইন। 

এই যানজটের জেরে দীর্ঘ অপেক্ষার সময় জল, খাবার ইত্যাদি না পেয়ে কার্যত হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন তারা। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে হাওড়ার সাঁতরাগাছিতে ব্রিজের মেরামতির কাজ শুরু হয়েছে। সাঁতরাগাছি থেকে কলকাতা যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আর দু'নম্বর জাতীয় সড়কে নো এন্ট্রি করে রাখা হচ্ছে পন্যবাহী বিভিন্ন গাড়িগুলির ওপর।

যে কারণে পানাগড়ে বিভিন্ন জায়গায় দু'নম্বর জাতীয় সড়কের ধারে শতাধিক লরি দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে, অধিকাংশ লরিচালকরা কোনও খাবার এবং পানীয় জল পাচ্ছেন না। ফলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। কাঁকসা এলাকার স্থানীয় বাসিন্দারা চালকদের এই দুর্দশার খবর জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছেন।

এদিন দুপুরে খাবারের প্যাকেট, পানীয় জল লরি চালকদের হাতে তুলে দিয়েছেন তারা। এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ বসাক, ট্রাফিক গার্ডের এসিপি তুহিন চৌধুরী। ব্রিজে মেরামতির কারণে সমস্ত চালকরা চরম দুর্দশার সম্মুখীন হয়েছেন। এলাকায় গাড়ির দীর্ঘ লম্বা লাইন দেখা যাচ্ছে। তারা জল, খাবার পাচ্ছেন না। তাই স্থানীয়রা মিলে এই উদ্যোগ নিয়েছেন।

Mailing List