নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারাতে বড় কেউ নয়, রাধারানি আড়িই যথেষ্ট: শুভেন্দু

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারাতে বড় কেউ নয়, রাধারানি আড়িই যথেষ্ট: শুভেন্দু
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
পুরুলিয়ার জয়পুরে বিজেপির জনসভা তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। স্কুলের মাঠে জনসভায় অংশগ্রহণ করেন তিনি। পুরুলিয়া জেলার ছাড়াও রাজ্যের অনুন্নয়নের প্রসঙ্গ বারবার তুলে আনেন তিনি। তার কথায় উঠে আসে নিয়োগ নিয়ে দুর্নীতির প্রসঙ্গ। এদিন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর প্রার্থী হওয়া নিয়ে বক্তব্য রাখেন শুভেন্দুবাবু। খানিকটা শ্লেষের সুরেই তিনি বলেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য কোনও বিখ্যাত ব্যক্তির প্রয়োজন নেই।
তাঁকে হারানোর জন্য রাধারানি আড়িই যথেষ্ট। এরপর মুখ্যমন্ত্রীকে যেকোনও ব্যক্তি হারিয়ে দিতে পারে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর চারটি রাজধানীর দাবিকেও হাস্যকর বলেন তিনি। রাজ্য সরকারকে পরিবর্তন করে বিজেপির সরকার আনার আহ্বান জানান দলের রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ। পরে সাংবাদিকদের কাছে আত্মসমর্পণকারী মাওবাদীদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, অনেকেই সরকার ঘোষিত প্যাকেজ এখনো পায়নি। বিজেপি সরকার এলে সবাই যেতে ন্যায্য দাবি পায় তা দেখা হবে। এদিন মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সংসদ তথা রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী-সহ নেতা-নেত্রীরা।



