আর্থিক লেনদেনে আর প্রয়োজন নেই OTP বা Pin, আধার নম্বরেই মিটবে কাজ! কিভাবে জানুন পদ্ধতি

আর্থিক লেনদেনে আর প্রয়োজন নেই OTP বা Pin, আধার নম্বরেই মিটবে কাজ! কিভাবে জানুন পদ্ধতি
25 Jan 2023, 10:09 AM

আর্থিক লেনদেনে আর প্রয়োজন নেই OTP বা Pin, আধার নম্বরেই মিটবে কাজ! কিভাবে জানুন পদ্ধতি

আনফোল্ড বাংলা প্রতিবেদন: OTP বা Pin ছাড়া কোনও রকম আর্থিক লেনদেন করা যায় না একথা সকলেরই জানা। যে কোনও মূল্যের আর্থিক লেনদেন করতে গেলেই দিতে হয় আপনার পিন এবং OTP। এটা একটা নিরাপত্তা স্তর বলা চলে। কিন্তু এখন আর এই OTP বা পিনের প্রয়োজন হবে না। স্রেফ আধার নম্বর দিলেই কাজ হাসিল হবে। Aadhaar Payment System হচ্ছে এই পদ্ধতির নাম। এটার সাহায্যে আপনি ডিজিটাল লেনদেন করতে পারবেন।

প্রতিটি ভারতীয় নাগরিকের আধার কার্ড আছে। এটা কেবল আপনার পরিচয় পত্র নয়। এর একাধিক ব্যবহার আছে। এই ইউনিক ১২ সংখ্যাটা আপনাকে বহু কাজে সাহায্য করতে সক্ষম। এমনকি টাকা পাঠাতেও। আধার নম্বরের সাহায্যে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন আরেকটি অ্যাকাউন্টে। NPCI বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া এই পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে। 

এটার সাহায্যে আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে বিনা ঝামেলায় টাকা পাঠাতে পারবেন আধার নম্বরের সাহায্যে। এই মাধ্যমে আপনি আধার নম্বর, আইরিশ স্ক্যান, এবং আঙুলের ছাপ দিয়ে কোনও চিন্তা ছাড়াই টাকা পাঠাতে পারবেন। অনেকেই এই পদ্ধতিকে এই কারণে নিরাপদ বলে মনে করে থাকেন। কারণ আপনাকে এখানে আপনার ব্যাংকের কোনও রকম তথ্য দিতে লাগবে না।

আপনি যদি এই উপায়ে টাকা লেনদেন করতে চান তবে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিংক করাতে হবে। ব্যাংকের সঙ্গে যদি আপনার আধার কার্ড লিংক না থাকে তবে এই উপায়ে আপনি টাকা তুলতে পারবেন না। কারণ এখানে কোনও OTP বা পিনের ব্যবহার নেই। আছে কেবল আধার নম্বরের ব্যবহার। তবে হ্যাঁ, মনে রাখবেন একটা আধার নম্বর আপনি চাইলে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে পারবেন। কারণ আজকাল আমাদের অনেকেরই একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে সেই কারণেই।

এই AePS কী? কীভাবে এটি ব্যবহার করবেন?

এই পদ্ধতির সাহায্যে আপনি টাকা তুলতে পারবেন। একই সঙ্গে টাকা জমা দেওয়া, ব্যালেন্স দেখা, মিনি ব্যাংক স্টেটমেন্ট সহ নানা কিছুর সুবিধা পাবেন। এই সিস্টেম ব্যবহার করতে চাইলে আপনাকে আপনার ব্যাংকের প্রতিনিধির কাছে যেতে হবে। এরপর সেখানে OPS মেশিনে আপনার আধার নম্বর দিতে হবে। 

এবার কী করতে চান আপনি সেটা বেছে নিন, যে টাকা তুলবেন না জমা দেবেন না ব্যালেন্স চেক করবেন, ইত্যাদি। এবার ব্যাংকের নাম আর কত টাকা তুলবেন সেটা লিখে দিন। এবার আপনার বায়োমেট্রিক যাচাই করে নিন। ব্যাস তারপরই আপনি যে কাজের জন্য বলেছেন সে টাকা তোলা হোক বা ব্যালেন্স দেখা কিংবা অন্য সেটা হয়ে যাবে।

Mailing List