যতই অশান্তি হোক দাম্পত্য জীবনে কারও থেকে সাহায্য নেন না এই চার রাশির কথা

যতই অশান্তি হোক দাম্পত্য জীবনে কারও থেকে সাহায্য নেন না এই চার রাশির কথা
27 Mar 2023, 02:00 PM

যতই অশান্তি হোক দাম্পত্য জীবনে কারও থেকে সাহায্য নেন না এই চার রাশির কথা

আনফোল্ড বাংলা প্রতিবেদন:  দাম্পত্য জীবনে সুখ থাক তা সকলেরই কাম্য। কিন্তু, সহজে কি মেলে দাম্পত্য সুখ। দুটি বিভিন্ন মানুষের মনের ও মানসিকতার মিল হওয়া সহজ কথা নয়। তাই অনেকেরই দাম্পত্য জীবন হয় তবে এই চার রাশির মধ্যে অশান্তি দূর করতে এরা কোনও উদ্যোগ নেন না। এরা দাম্পত্য জীবনে যতই অশান্তি হোক কারও থেকে সাহায্য নিতে পছন্দ করেন না। জেনে নিন-

সিংহ রাশি- পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা নিজের সমস্যা নিজেই মেটাতে চান। কারও সাহায্য চান না এরা। দাম্পত্য জীবনে যতই সমস্যা হোক না কেন নিজের দুঃখের কথা কাউকে জানাতে চান না এরা।

বৃশ্চিক রাশি- অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। চাপা স্বভাবের হন এরা। নিজের দুঃখের কথা কাউকে জানাতে চান না এরা। দাম্পত্য জীবনের সকল অশান্তি নিজে সমাধান করতে চান। তবে, কারও থেকে সাহায্য নেওয়ার পক্ষপাতী নন এরা।

কন্যা রাশি- ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। দাম্পত্য সমস্যা নিয়ে কারও সঙ্গে আলোচনা করেন না। নিজের ব্যক্তিগত সমস্যার কথা কাউকে জানাতে চান না এরা। এই রাশির ছেলে মেয়েরা জেদি স্বভাবের। এরা কারও কাছে সাহায্য চেয়ে মাথা নত করতে চান না।

কর্কট রাশি- চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। তীক্ষ্ণ পর্যবেক্ষক হন এরা। এরা সম্পর্কের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে চান। দাম্পত্য জীবনের সকল অশান্তি নিজে সমাধান করতে চান। তবে, কারও থেকে সাহায্য নেওয়ার পক্ষপাতী নন এরা।

Mailing List