হাসপাতালে নেই পরিষেবা, অভিনব প্রতিবাদ DYFI এর

হাসপাতালে নেই পরিষেবা, অভিনব প্রতিবাদ DYFI এর
30 May 2023, 07:00 PM

হাসপাতালে নেই পরিষেবা, অভিনব প্রতিবাদ DYFI এর

 

শুভদীপ গুঁই, নানুর

 

হাতে ঝাঁটা। আবার সংগঠনের পতাকাও। সাফাই করছেন হাসপাতাল চত্বর। আর এভাবেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল বাম যুব সংগঠন DYFI। ডেপুটেশনও দেন বিভিন্ন দাবিতে। তাঁদের দাবিগুলির মধ্যে প্রধান হল, দীর্ঘদিন ধরে সাফাইকর্মীরা বেতন না পাওয়াই হাসপাতাল চত্বর আবর্জনায় ভর্তি। এখানে যে মানুষের চিকিৎসা হয় সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে উদাসীন। BMOH নিয়মিত আসে না এলেও প্রায়ই দেরিতে আসেন। আউটডোরে একজনমাত্র ডাক্তারবাবু চিকিৎসা করেন। ফার্মাসিস্ট ঠিকমতো ওষুধ দেন না। হাসপাতালে লাইট, ফ‍্যান বাথরুমের দরজা দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে রয়েছে। OT ও সন্তান প্রসব রুমে এসি চলে না। ইমারজেন্সি ও ইনডোরে ২৪ ঘন্টা পরিষেবার ব‍্যবস্থা নেই। রোগী কল‍্যান সমিতির চেয়ারম্যান তথা নানুরের তৃণমূল বিধায়কও এবিষয়ে উদাসীন।

নানুর ব্লক এলাকায় চিকিৎসা ব‍্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন নানুর কীর্ণাহার লোকাল কমিটির পক্ষ থেকে নানুর ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয় মঙ্গলবার।

ডেপুটেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন DYFI নানুর কীর্ণাহার লোকাল কমিটির সভাপতি সুকুমার দাস, সম্পাদক সেখ পিটার, জেলা সম্পাদকমন্ডলীর সদস‍্য ওয়াসিফ ইকবাল, অভিমন‍্যু দাস, ছাত্রনেতা হাসনাত মির্জা ও যুবনেতা মইনুল হোসেন। ডেপুটেশনের শেষে হাসপাতালের গেটে বিক্ষোভ দেখানো হয়। এইদিন ছাত্র যুব কমরেডরা নিজ হাতে ঝাঁটা, সানিটাইজার নিয়ে গোটা হাসপাতাল চত্বরেও সাফাই অভিযান করেন।

 

Mailing List