ছাত্রছাত্রীদের মধ্যে লিঙ্গ বৈষম্য নয়, রাজ্যের সমস্ত স্কুল হবে কো-এড, আরও একধাপ এগিয়ে গেল কেরালা

ছাত্রছাত্রীদের মধ্যে লিঙ্গ বৈষম্য নয়, রাজ্যের সমস্ত স্কুল হবে কো-এড, আরও একধাপ এগিয়ে গেল কেরালা
23 Jul 2022, 10:50 AM

ছাত্রছাত্রীদের মধ্যে লিঙ্গ বৈষম্য নয়, রাজ্যের সমস্ত স্কুল হবে কো-এড, আরও একধাপ এগিয়ে গেল কেরালা

 

আনফোল্ড বাংলা বিশেষ প্রতিবেদন: রাজ্যে ১০০ শতাংশ শিক্ষিতের হার হয়ে গিয়াছে আগেই। এবার পড়ুয়াদের মধ্যে লিঙ্গ সমতা বজায় রাখার পথে কয়েক ধাপ এগিয়ে গেল কেরল। কেরলের সব স্কুলকে কো-এড স্কুলে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন কেরলের শিক্ষা দফতরকে এই নির্দেশ দিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

এই নির্দেশ বাস্তবায়িত হলে শুধুমাত্র ছেলেদের বা মেয়েদের স্কুল- এ রকম আলাদা করে কোনও বিভাজন থাকবে না কেরলে। সব স্কুলেই পড়তে পারবেন ছাত্রী এবং ছাত্ররা। সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি অভিযোগ জমা হয়েছিল কেরলের শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে। তার পরই এই নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে।

এই বিষয়ে শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার জানান, নির্দেশ দিয়েছি কেরলের শিক্ষা দফতরকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত স্কুলকে কো-এড স্কুলে পরিণত করতে হবে।  বিষয়টি নিয়ে একটি অভিযোগ এসেছিল। সাম্যের অধিকার সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে। লিঙ্গের সমতা গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্কুলস্তরেই তা শুরু হওয়া উচিত।                              

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশ বাস্তবায়িত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল দফতরকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনার রিসার্চ অ্যান্ড ট্রেনিং)-কেও একটি নির্দেশ দিয়েছে। লিঙ্গবৈষম্য প্রকাশ হয় এমন কিছু যেন পাঠক্রমে না থাকে।

কেরলের কোল্লাম জেলার বাসিন্দা আইজ্যাক পল কমিশনের কাছে একটি অভিযোগ করে লিঙ্গ বৈষম্যের এবং শিক্ষার অধিকারের বিষয়টি কমিশনের সামনে তুলে ধরেছিলেন। এর পরই বিষয়টি নিয়ে উদ্যোগী হয় কমিশন। তার পরই এই নির্দেশ দেওয়া হল।

Mailing List