মেলেনি প্রমাণ, সুর চড়াচ্ছেন ব্রিজভূষণ, এবার পাল্টা র্যালির ডাক

মেলেনি প্রমাণ, সুর চড়াচ্ছেন ব্রিজভূষণ, এবার পাল্টা র্যালির ডাক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ব্রিজভূষণ (brij bhushan) শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে কুস্তিগিরদের আন্দোলনের পাশে সমর্থন ক্রমশ বাড়ছে।
সরকার বিরোধী রাজনৈতিক দল, কৃষক সংগঠন, দেশের সাধারণ মানুষের একটি বড় অংশ কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন। তবে ব্রিজভূষণের তাতে কোনও হেলদোল নেই। কারণ তাঁর পাশে রয়েছে খোদ কেন্দ্রীয় সরকার। বুধবার সরকারের তরফে বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি বলেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত করছে। কুস্তিগিরদের কাছে আমার অনুরোধ, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। দিন পনেরোর মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্ট আদালতে পেশ করবে দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে যে অভিযোগ আনা হয়েছিল প্রমাণের অভাবে তাও খারিজ হতে চলেছে। পুলিশি তদন্তে কার্যত ক্লিনচিট পেতে চলেছেন বুঝতে পেরেই সুর চড়াতে শুরু করেছেন ব্রিজভূষণ। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ৪ মাস কেটে গিয়েছে। এখনও বলছি, একটা অভিযোগও প্রমাণ হলে আমায় ফাঁসি দেওয়া হোক। কুস্তিগিরদের পদক বিসর্জনকে ‘নাটক’ বলেও কটাক্ষ করেন তিনি। এরই মধ্যে তাঁর সমর্থনে এগিয়ে এসেছে অযোধ্যার বিজেপি নেতৃত্ব। আগামী ৫ জুন অযোধ্যায় জনচেতনা মহার্যালি-র আয়োজন করেছেন ব্রিজভূষণ ও তাঁর সমর্থকেরা।


