বিনয়-হীন ক্ষমতা চান বিমল, শীতের আগেই পাহাড়ে জমছে রহস্য

বিনয়-হীন ক্ষমতা চান বিমল, শীতের আগেই পাহাড়ে জমছে রহস্য
03 Nov 2020, 06:31 PM

বিনয়-হীন ক্ষমতা চান বিমল, শীতের আগেই পাহাড়ে জমছে রহস্য

বিমলে বিনয় নেই। অর্থাৎ বিমল গুরুং-এর সঙ্গে কোনভাবেই মঞ্চ ভাগ করতে রাজি নন বিনয় তামাং, অনীত থাপারা। নবান্নে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক হল। সূত্র মারফৎ যা খবর তাতে বিনয় তামাংরা মুখে সন্তুষ্ট হওয়ার কথা বললেও তাঁরা বিমল গুরুঙদের সঙ্গে কোনও অবস্থাতেই কোনও সন্ধির রাস্তায় যেতে রাজি নন। বিমল গুরুং পুলিশের খাতায় এখনও ফেরার আসামী। বিমলের বিরুদ্ধে ১৩০টিরও মামলা ঝুলছে। তার মধ‍্যে রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর মামলা রয়েছে। আর এ হেন বিমল গুরুংকে পাশে নিলে পাহাড়ের মানুষ যে একে মোটেই সাদা চোখে দেখবে না সেটা অন্ততঃ বিনয় তামাং-এর থেকে কেউ ভালো জানেন না। তাই পাহাড় যে এরপর থেকে অশান্ত হবে এটা বেশ পরিষ্কার। নবান্নে বৈঠকের আগে পাহাড়ে বিনয়পন্থীদের মিছিল এবং মিরিখে বিমল গুরুংপন্থীদের পাল্টা মিছিলে পাহাড় সরগরম হয়ে ওঠে। প্রশ্ন উঠছে এরপর বরফের পাহাড়ে আগুন লাগবে। মাত্র কয়েকটা আসন, তারজন‍্য অভিযুক্ত ফেরার আসামীর সঙ্গে তৃণমূল আসন সমঝোতা করবে এটা হয়তো বিনয় তামাংরা কখোনোই ভাবতে পারেননি। আর তাই পাহাড়ে কান পাতলে শোনা যাচ্ছে এটা পাহাড়বাসীর সঙ্গে একধরণের বিশ্বাসঘাতকতারই সামিল। অন‍্যদিকে রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কী দুই যুযুধান প্রতিপক্ষকে ভিন্ন পথে গোর্খাল্যান্ড গঠনের পথ দেখানো হলো? যেখানে পাহাড় জুড়ে তৈরি হলো আর এক নতুন রহস‍্য।

Mailing List