নিলামে উঠল নীরব মোদির পুনের দুটি বিলাসবহুল ফ্ল্যাট, নিলাম হবে নীরবের আত্মীয়দের সম্পত্তিও

নিলামে উঠল নীরব মোদির পুনের দুটি বিলাসবহুল ফ্ল্যাট, নিলাম হবে নীরবের আত্মীয়দের সম্পত্তিও
01 Jan 2023, 07:38 PM

নিলামে উঠল নীরব মোদির পুনের দুটি বিলাসবহুল ফ্ল্যাট, নিলাম হবে নীরবের আত্মীয়দের সম্পত্তিও

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাষ্ট্রায়ত্ব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি-র বিপুল অঙ্কের ঋণখেলাপিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদিকে খুব শীঘ্রই হাতে পাচ্ছে ভারত সরকার। কদিন আগেই তাঁর প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতা অনেকটাই কেটেছে। এদিকে ভারতে বাজেয়াপ্ত করা হিরে ব্যবসায়ীর দু’টি বিলাসবহুল ফ্ল্যাট নিলামে তুলতে চলেছে ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল। জানা গিয়েছে, ওই ফ্ল্যাট দু’টির বাজার দর প্রায় ১৮ কোটি টাকা। এখন ওই ফ্ল্যাট দুটি বিক্রি করে ওই টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ পরিশোধের কাজে লাগানো হবে।

নীরব মোদির বিলাসবহুল ওই ফ্ল্যাট দু’টি রয়েছে পুনেতে। একটি ফ্ল্যাট ৩৯৮ স্কোয়ারফিটের, অন্যটি ৩৯৬ স্কোয়ারফিটের। একটির দাম ধার্য হয়েছে ৮ কোটি ৮৮ লক্ষ টাকা। অন্যটির ৮ কোটি ৯৩ লক্ষ টাকা। আগামী ৩ ফেব্রুয়ারি এই নিলাম অনুষ্ঠিত হবে। এমনই জানিয়েছে ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল। এই নিয়ে গত ২০২২-এর ২৮ ডিসেম্বর একটি নোটিশ জারি করেছে ট্রাইব্যুনাল। এই ফ্ল্যাট দুটি ছাড়া দেশের মাটিতে থাকা নীরব মোদির আরও অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী এজেন্সিগুলি।

এছাড়াও হিরে ব্যবসায়ীর বেশ কিছু আত্মীয় ও তাঁদের সম্পত্তিও নিলামে তোলা হতে পারে বলে জানান হয়েছে। কারণ, তদন্তকারীদের দাবি ঋণের টাকাতেও ওই সব সম্পত্তি কেনা হয়েছিল। আইন বাঁচাতে নিজের নামে না করে নিকটাত্মীয়দের নামে তা কিনেছিলেন নীরব মোদি। তবে ওই নিলাম কবে কোথায় হবে তা নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানান হয়নি। এর আগে নভেম্বরে লন্ডন হাইকোর্ট নীরব মোদিকে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে  সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতি চেয়েছিলেন নীরব মোদি। কিন্তু গত বৃহস্পতিবারই তাঁর সেই আর্জি খারিজ করে দেয় লন্ডন হাইকোর্ট। ফলে ঋণখেলাপে অভিযুক্ত এই ব্যবসায়ীকে দেশে ফেরানোর সম্ভাবনা জোরালো হয়েছে।

পিএনবি-সহ আরও দু’একটি ব্যাঙ্ক থেকে ভুয়ো নথি প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন হিরে ব্যবসায়ী নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোক্সি। এই জালিয়াতির ঘটনা সামনে আসতেই পরিবার নিয়ে দেশ ছাড়েন নীরব মোদি ও মেহুল চোক্সি। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনে গ্রেফতার করা হয় নীরব মোদিকে। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া জারি আছে।

Mailing List