যোগী আদিত্যনাথের কাছে 'বয়কট বলিউড' ট্রেন্ড নির্মূল করার আর্জি জানিয়ে লাইমলাইটে নব্বই দশকের বলিউড অভিনেতা সুনীল শেট্টি!

যোগী আদিত্যনাথের কাছে 'বয়কট বলিউড' ট্রেন্ড নির্মূল করার আর্জি জানিয়ে লাইমলাইটে নব্বই দশকের বলিউড অভিনেতা সুনীল শেট্টি!
13 Jan 2023, 04:34 PM

যোগী আদিত্যনাথের কাছে 'বয়কট বলিউড' ট্রেন্ড নির্মূল করার আর্জি জানিয়ে লাইমলাইটে নব্বই দশকের বলিউড অভিনেতা সুনীল শেট্টি! 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত সপ্তাহে বলিউড তারকাদের সঙ্গে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই বৈঠকে বলিউড অভিনেতা সুনীল শেট্টি আর্জি জানিয়েছিলেন- 'বয়কট বলিউড' ট্রেন্ড নির্মূল করতে যেন তিনি এগিয়ে আসেন যোগীজি। এই নিয়ে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আর্জি জানান যোগী। তারপর থেকেই লাইমলাইটে ৯০-এর দশকের এই অভিনেতা।

সম্প্রতি বলিউডি ছবির ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন সুনীল। তিনি সদর্পে জানিয়েছেন, খারাপ ছবির জন্য দর্শক পয়সা খরচ করে হলে গিয়ে তা দেখবেন না। এটাই এখন বলিউডের প্রধানতম সমস্যা বলে মনে করেন এই সিনিয়র অভিনেতা। সাক্ষাত্‍কারে সুনীল জানিয়েছিলেন, তাঁর সন্তানরা প্রায়ই তাঁকে জিজ্ঞেস করেন, কেন তিনি ছবিতে অভিনয় করা ছেড়ে দিয়েছেন। তিনি তাঁদের জানান যে, তিনি অনেকগুলো ভুল করেছেন এবং তাঁর খারাপ ছবির জন্য দর্শক কখনওই পয়সা খরচ করে সিনেমা দেখতে আসবেন না হলে।

তিনি এও পরামর্শ দিয়েছেন, আঁকার খাতা নিয়ে বসা উচিত বলিউডের। ছবি মারফত কীভাবে ব্যবসা করতে হয়, তা তাঁদের চিন্তা করা দরকার। ৯০-এর দশকের ছবি এবং আজকের দিনের ছবির মধ্যে পার্থক্য নিয়ে সুনীল আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, দুটি যুগের মধ্যে আকাশ-পাতালের পার্থক্য। আগে যা-যা বিষয় নির্বাচন করা হত না, এখন তা করা হয় অনায়াসেই। তাঁর ডেবিউ ছবি 'আরজু' কোনওদিনও মুক্তি পাইনি। সেই ছবিতে দারুণ অ্যাকশন করেছিলেন সুনীল। লোকের মুখে শুনে তিনি অন্য ছবিতে সই করেছিলেন সেই যুগে। সেই বিষয়টি এখন আর ঘটে না, জানিয়েছেন সুনীল। তা যদি ঘটেও, তা হলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় বিশ্রিভাবে ট্রোলড হতে হবে।

Mailing List