নাইজেরিয়ার নৌকাডুবি, ২৪ জনেরও বেশি মানুষের সলিল সমাধি

নাইজেরিয়ার নৌকাডুবি, ২৪ জনেরও বেশি মানুষের সলিল সমাধি
12 Sep 2023, 07:00 PM

নাইজেরিয়ার নৌকাডুবি, ২৪ জনেরও বেশি মানুষের সলিল সমাধি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন:নাইজেরিয়ার উত্তর-মধ‌্যাঞ্চলে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এবং ডুবন্ত মানুষদের উদ্ধার করতে গিয়ে আরও বেশকয়েকজন মানুষ নিখোঁজ হয়েছেন। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার মকওয়া জেলায়। নিহতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। কাঠের নৌকা চড়ে নদী পথে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

নাইজেরিয়ার ন‌্যাশনাল এমার্জেন্সি ম‌্যানেজমেন্ট সংস্থার প্রধান জয়নাব সুলেমান জানিয়েছেন যে, নৌকাটিতে একশোজনেরও বেশি যাত্রী ছিল। স্থানীয় ডুবুরিরা উদ্ধার কার্যে নেমেছেন। তবে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে। প্রশাসনিক কর্তাটি জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত ২৪টি মৃতদেহ উদ্ধার করা গেছে। তবে এই সংখ‌্যা আরও বাড়তে পারে।’’ এই দুর্ঘটনাটি ঘটেছে নাইজার নদীতে। গাবজিবো অংশে। জেলার রাজধানী মিনা থেকে ১৫৬ কিমি দূরে। নৌকা দুর্ঘটনা পশ্চিম আফ্রিকার এই দেশটিতে নতুন নয়। সাধারণত কাঠের তৈরি নৌকাতেই যাত্রীরা জলপথে যাতায়াত করেন। বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত যাত্রী বহন করার কারণেই দুর্ঘটনাগুলি ঘটে থাকে। এক্ষেত্রেও তাই ঘটেছে বলে অনুমান করছে স্থানীয় প্রশাসন। নাইজার রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র ইব্রাহিম অদু জানিয়েছেন, ‘‘দুর্ঘটনায় নিহত যাত্রীরা কৃষিকাজের জন‌্য যাচ্ছিল। তখনই নৌকাটি ডুবে যায়।’’ নৌকাডুবির সঠিক কারণ কী, তা জানা না গেলেও স্থানীয় প্রশাসন জানাচ্ছে, অতিরিক্ত যাত্রীবহনই প্রধান কারণ। একইসঙ্গে নৌকার অবস্থা কতটা ঠিকঠাক ছিল, তা নিয়েও সন্দেহ থাকছে। সাম্প্রতিক বছরে নাইজেরিয়া বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি নৌকাডুবিতে একশোজনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সময় কর্তৃপক্ষ জানিয়েছিল, জলপথ এবং পরিবহন ব‌্যবস্থা আরও সংষ্কার করা হবে। কিন্তু সেকথা যে রাখা হয়নি, তা এই দুর্ঘটনাতেই স্পষ্ট।

Mailing List