কণের আবদার বিয়ের পর হেলিকপ্টারেই প্রথম যাবে শ্বশুরবাড়ি! শুনে কী করলেন বর?

কণের আবদার বিয়ের পর হেলিকপ্টারেই প্রথম যাবে শ্বশুরবাড়ি! শুনে কী করলেন বর?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নববধূর নানা রকম ইচ্ছে হয়েই থাকে। সে ইচ্ছে পূরণ সব সময় সম্ভব হয়, এমন নয়। তবে প্রথম ইচ্ছে বা শখ মেটানোর চেষ্টা করে বর বা বরের ঘরের আত্মীয়রা। কিন্তু কণের যদি বিয়ের পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে হয়! তখন কী হবে?
এবার তেমনই ঘটনা ঘটলো বাংলাদেশের বরিশালে। নববধূর ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টারেই বাড়ি নিয়ে এলেন খুলনার চিকিৎসক বর শেখ তাওহীদ ইসলাম। তবে সে জন্য তাঁকে কম ঝক্কি পোয়াতে হয়নি। কারণ, হেলিকপ্টার তো আর সহজে মেলে না। কিন্তু নববধূর আবদার বলে কথা। তাও কী ফেলা যায়। সেই আবদার রাখতেই সেই আয়োজন।
বৃহস্পতিবার খুলনার চিকিৎসক বর শেখ তাওহীদ ইসলাম বিয়ে করতে আসেন বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর মহল্লায়। কনে বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন ভূঁইয়ার মেয়ে শান্তা ইসলামকে। বিশিষ্ট ব্যবসায়ী বলে কথা। তাই আয়োজনে কোনও খামতি রাখেনি কণের পরিবার। প্রায় দেড় হাজার মানুষ আমন্ত্রিত ছিলেন সেই বিয়ে বাড়িতে।
আর সেই বিয়েতেই কণের আবদার ছিল হেলিকপ্টারে প্রথমবার শ্বশুরবাড়ি যাবেন তিনি। ফলে বর আসেন হেলিকপ্টারে। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে হেলিকপ্টার নামানো হয়। বিয়ে শেষে হেলিকপ্টারেই শ্বশুরবড়ি যান নববধূ। আর সেই হেলিকপ্টার দেখতে ভিড় করেন বহু মানুষ।কারণ, বিয়ে অনেক দেখেছেন, এমনটা যে দেখেননি।


