আইএএস অফিসারের কন্ঠে নতুন গান 'চির নতুন কলকাতা'

আইএএস অফিসারের কন্ঠে নতুন গান 'চির নতুন কলকাতা'
25 Jan 2023, 05:10 PM

আইএএস অফিসারের কন্ঠে নতুন গান 'আমার কলকাতা'

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারের কন্ঠে কলকাতাকে নিয়ে দ্বিতীয় ভিডিও অ্যালবাম প্রকাশিত হলো মঙ্গলবার। বন ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব গানের প্রতি তাঁর ভালোবাসাকে কমাতে পারেনি এতোটুকু। প্রশাসনিক কাজের ব্যস্ততার মধ্যেও গানের প্রতি তাঁর টান থেকেই তাকে নতুন ভূমিকায় পাওয়া গেল।

'চির নতুন কলকাতা' নামে তাঁর এই নতুন সৃষ্টি ইউটিউবে আত্মপ্রকাশে তিন ঘন্টার মধ্যেই ভিউয়ার ছাড়িয়েছে ৫০০। ২০২১ সালে বিবেক কুমারের 'আমার কলকাতা' নামে প্রথম একক গান প্রকাশিত হয় ইউ টিউবে। কলকাতা কে নিয়ে সুব্রত ঘোষ রায় এর লেখা সেই গানের মিউজিক কম্পোজ করেছিলেন বিবেক কুমার নিজেই। ইউটিউবে সেই মিউজিক ভিডিওর ভিউয়ার ছাড়িয়েছে এক লক্ষেরও বেশি। ২ বছর পর এই শহরকে নিয়ে বিবেক কুমারের আবেগ ও ভাবনাকে লেখার অক্ষরে ফুটিয়ে তুলেছেন তপন কুমার দেবনাথ। এবারও সুর দিয়েছেন গায়ক নিজেই। ১৯৯০ সালের এই আই এ এস আধিকারিক হিসেবে এ রাজ্যে কাজে যোগ দেন। এই নতুন গানের ভিডিও নিয়ে তিনি বলেছেন,' যে শহরকে আমি ভালোবেসেছি সেই শহরকে নিয়ে এটা আমার হৃদয়ের শ্রদ্ধা নিবেদন। আমি আশাবাদী এই গান সমস্ত শ্রোতার মনকে স্পর্শ করবে।' তিনি আরো জানান, কলকাতা শুধু রাজ্যের রাজধানী নয় কলকাতা হল পশ্চিমবঙ্গের মুখ ফলে এই গানের মাধ্যমে রাজ্যের প্রতি তিনি তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন।

Mailing List