স্বাস্থ্য দপ্তরের নতুন উদ্যোগ! আউটডোরে চিকিত্সা করাতে এলেও অনলাইনে কাটা যাবে টিকিট

স্বাস্থ্য দপ্তরের নতুন উদ্যোগ! আউটডোরে চিকিত্সা করাতে এলেও অনলাইনে কাটা যাবে টিকিট
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নতুন ব্যবস্থা চালু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার আউটডোরে চিকিত্সা করাতে এলেও অনলাইনে টিকিট কাটা যাবে। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই অনলাইন টিকিটের ব্যবস্থা। সুবিধা পেয়েছেন প্রায় ১৫ লক্ষ মানুষ।
রাজ্যের যে সমস্ত হাসপাতালে এই সুবিধে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্রথমে এসএসকেএম। সেখানে প্রায় ৫ লাখ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই অনলাইন টিকিটের ফলে রোগীদের তথ্য ও সংরক্ষণ করার ক্ষেত্রেও অনেক সুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোন মানুষ কি রোগ নিয়ে আসছেন, পরবর্তীকালে তিনি সেই রোগের ফলোআপ চিকিত্সা করছেন কিনা, কোন হাসপাতালে কি ধরনের রোগীর সংখ্যা বেশি সে যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের কাছে খুব সহজেই চলে আসছে। এই মাধ্যমে দেখা গিয়েছে মেডিসিন বিভাগেই থেকে বেশি রোগী আসছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, মেডিসিন বিভাগের পর সবথেকে বেশি সমস্যা আসছে হাড় ভাঙ্গা বা হাড়ের সমস্যা নিয়ে। এছাড়াও ত্বকের সমস্যা, স্ত্রী রোগ বিভাগেও বহু রোগী আসছেন। দেই আঠারোটি মেইড সরকারি মেডিকেল কলেজ ১৮ টি জেলা হাসপাতাল এবং কলকাতার বেশ কিছু সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু হয়েছে একদম বিনামূল্যে। মহকুমা হাসপাতালে ও খুব শীঘ্রই এই অনলাইন টিকিটের ব্যবস্থা করার কথা পরিকল্পনা করছে রাজ্য সরকার।


