কৃষি ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচিত হল পুরুলিয়ায়, গড়ে উঠছে হর্টিকালচারের উৎকর্ষ কেন্দ্র

কৃষি ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচিত হল পুরুলিয়ায়, গড়ে উঠছে হর্টিকালচারের উৎকর্ষ কেন্দ্র
20 Oct 2022, 06:00 PM

কৃষি ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচিত হল পুরুলিয়ায়, গড়ে উঠছে হর্টিকালচারের উৎকর্ষ কেন্দ্র

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কৃষি ক্ষেত্রে আর একটি দিগন্ত উন্মচিত হল পুরুলিয়ায়। পুরুলিয়া জেলাতেও এবার গড় তোলা হচ্ছে হর্টিকালচার ফার্ম। অর্থাৎ হর্টিকালচারের উৎকর্ষ কেন্দ্র। যেটি তৈরি হচ্ছে পুঞ্চা ব্লকের কেন্দা থানার অন্তর্গত হরিহরপুর মৌজায়। এটি গড়ে তুলছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, জেলা প্রশাসন এবং খাদ্য প্রক্রিয়াকণ শিল্প ও উদ্যানপালন দফতরের যৌথ প্রচেষ্টায়। এই ফার্মটি গড়ে উঠবে ৯০ বিঘা জমির ওপর। ২০ অক্টোবর, ২০২২, বৃস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জমিও হস্তান্তর হয়ে গেল।

এই ফার্ম তৈরির লক্ষ্য কী? প্রথম লক্ষ্য হল, উৎকর্ষ। অর্থাৎ উন্নতমানের ফল, ফুল-সহ বিভিন্ন ফসলের চারা তৈরি। তারপর তা পুরুলি।আ জেলার বিভিন্ন কৃষকদের দেওয়া হবে। শুধু পুরুলিয়া জেলার কৃষকরাই উপকৃত হবেন তা নয়, পুরুলিয়া জেলার চাষিদের চাহিদা মেটার পর তা পার্শ্ববর্তী অর্থাৎ জঙ্গলমহলের অন্যান্য জেলার কৃষকদেরও দেওয়া হবে। যাতে কৃষকরা কম খরচে উৎকৃষ্ট মানের ফসল ফলাতে পারেন এবং লাভবান হতে পারেন।

পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে কোন কোন ফসল উপযোগী? তারও পরীক্ষা এবং পর্যালোচনা হবে এই খামারে। এখানেই শেষ নয়, এখানে কৃষকদের প্রশিক্ষণ, কর্মশালা প্রভৃতিরও আয়োজন করা হবে। সংরক্ষিত চাষ, অনুসেচ, জৈব চাষ-সহ উদ্যানপালনের বিভিন্ন চাষ পদ্ধতি এই ‘উৎকর্ষ কেন্দ্রে’ হবে বলে জানিয়েছেন উদ্যান পালন দফতরের আধিকারিকরা।

Mailing List